ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক ও ক্লাবের সহ-সভাপতি মাহাতাব উদ্দিন ও সাধারণ সম্পাদক আব্দুল মান্নানসহ নবনির্বাচিত নেতৃবৃন্দ।
মঙ্গলবার (৯ নভেম্বর) সকালে নগর ভবনে সাক্ষাৎকালে মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান তারা। এসময় নবনির্বাচিত নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন জানান মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী ব্যাংকার্স ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক অগ্রণী ব্যাংকের ডিজিএম মোস্তফা-ই-কাদির ও প্রাইম ব্যাংকের ম্যানেজার আব্দুল হালিম, অর্থ সম্পাদক বাংলাদেশ ব্যাংকের যুগ্ম-পরিচালক আবুল কালাম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক ন্যাশনাল ব্যাংকের আরএম আলী হায়দার মুর্তজা।
উল্লেখ্য, আগামী ২২ নভেম্বর রাজশাহী কলেজ অডিটোরিয়ামে ব্যাংকার্স ক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।