ধূমকেতু প্রতিবেদক : “নারীর প্রতি সহিংসতা বন্ধ কর, সমঅধিকার নিশ্চিত কর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস ২০২১ পালন উপলক্ষে নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধ ও বৈষম্যমূলক পারিবারিক আইনের পরিবর্তন করে অভিন্ন পারিবারিক আইন প্রণয়ন এবং সম্পদ সম্পত্তিতে সমঅধিকার দাবির বিষয়ে বাংলাদেশ মহিলা পরিষদের সুপারিশ তুলে ধরতে বুধবার (১ ডিসেম্বর) বিকাল সাড়ে তিনটায় পবা উপজেলার বড়গাছী ইউনিয়ন কমিটিতে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য কল্পনা রায় ।
স্বাগত বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক নিলুফার আহমেদ।
কর্মসূচি পরিচালনা করেন লিগ্যাল এইড সম্পাদক শিখা রায়।
সভায় বক্তব্য রাখেন, প্রচার সম্পাদক আফরোজা খান হেলেন ও বড়গাছী ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক রহিমা বেগম, সাংগঠনিক সম্পাদক আলিমা খাতুন প্রমুখ।
এসময় ৩০ জন নারী কর্মী উপস্থিত ছিলেন।