ধূমকেতু প্রতিবেদক : উপমহাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
বৃহস্পতিবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এসময় কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার, উপাচার্যদ্বয় প্রফেসর চৌধুরী জাকারিয়া ও প্রফেসর সুলতান-উল-ইসলাম, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু ও আসাদুজ্জামান আজাদ।
আরও উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আসলাম সরকারসহ নগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, মতিহার থানা আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা ডাঃ আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আলাউদ্দিন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু প্রমুখ।