ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য মনোনীত হওয়ায় উলামা কল্যাণ পরিষদ রাজশাহীর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
শনিবার দুপুর আড়াইটায় নগরভবনে মেয়রের দপ্তরকক্ষে উলামা কল্যাণ পরিষদ রাজশাহীর পক্ষ ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। এ সময় দোয়া ও মোনজাত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উলামা কল্যাণ পরিষদ রাজশাহীর সভাপতি মাওলানা আব্দুল গণী, সাধারণ সম্পাদক মুফতি ওমর ফারুক, সিনিয়র সহ সভাপতি মুফতি ইয়াকুব আলী, সহ সভাপতি অধ্যক্ষ মোকাদ্দাসুল ইসলাম, সহ সভাপতি মাওলানা শামসুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ইলিয়াস আলী।
আরও উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক হাফেজ শাহাদত হোসেন, কোষাধ্যক্ষ মুফতি হুসাইন আহমদ, শিক্ষা সাহিত্য গবেষণা সম্পাদক মুফতি মুহাররম হুসাসেন, প্রচার সম্পাদক গোলাম নুহু, দপ্তর সম্পাদক হাফেজ কামাল হোসেন, সদস্য মাওলানা শামসুদ্দিন মাজাহেরী, সদস্য মাওলানা মাজেদুর রহমান, সদস্য আবুল খায়ের।