ধূমকেতু প্রতিবেদক, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সহকারী প্রক্টর পদে ৪ জনকে নিয়োগ দিয়েছে প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হয় ।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত বিজ্ঞাপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক চারজন সহকারী প্রক্টরের মেয়াদ পূর্ণ হয়েছে। এই চারজনের স্থলে বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. পুরনজিত মহালদার, ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. হাকিমুল হক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সাইকা কবির নিতু, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. জাকির হোসেনকে আগামী তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হলো।