ধূমকেতু প্রতিবেদক, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ীতে দুটি ট্রাকের সংঘর্ষে মাহবুল ইসলাম (৪২) নামে এক হেলপার নিহত হয়েছে।
শুক্রবার (২৪ ডিসেম্বর) ভোর রাত সাড়ে ৩ টার দিকে ১১টার দিকে রাজশাহী-চাপাইনবাবগঞ্জ মহাসড়কের বারিয়াঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহবুল ইসলাম রাজশাহী মহানগর কোর্ট এরাকার গোলাম রাব্বানীর ছেলে।
গোদাগাড়ী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম সরকার নিশ্চিত করে বলেন, কয়লাবাহী ট্রাকের পিছনে বালু বোঝাই ট্রাকের ধাক্কায় ট্রাকের হেলপার মাহবুল ইসলাম গাড়ীর ভিতর থেকে মেশিন দিয়ে কেটে মরদেহ বের করা হয়। আর ড্রাইভারকে জীবিত উদ্ধার করা হয়েছে।
গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, রাজশাহী-চাপাইনবাবগঞ্জ মহাসড়কের বারিয়াঘাটা এলাকায় এ দুর্ঘটনায় হেলপার মাহবুল ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়ে।