ধূমকেতু প্রতিবেদক : নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের এম.এ ১৮তম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাজশাহী নগরীর চৌদ্দপাই-এ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কথাসাহিত্যিক, নারীনেত্রী, বরেণ্য কবি, বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান অধ্যাপক রাশেদা খালেক।
সভায় সভাপতিত্ব করেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. আবদুল খালেক।
বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর ড. ছায়িদা আকতার।
স্বাগত বক্তব্য পেশ করেন, বিভাগীয় প্রধান ও প্রক্টর ড. মোহাম্মদ আজিবার রহমান। বিদায়ী শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য দেন আব্দুল গাফফার ও আলেয়া খাতুন।
এসময় উপস্থিত ছিলেন, বিভাগের শিক্ষক আব্দুল্লাহ সরকার।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, বিভাগের প্রভাষক তামান্না সিদ্দিকী। দুপুরে রাজশাহী নগরীর মাস্টার শেফ চাইনিজ রেস্টুরেন্টে মধ্যান্ন ভোজের মাধ্যমে অনুষ্ঠাণের সমাপ্তি ঘোষণা করা হয়।