ধূমকেতু প্রতিবেদক : হঠাৎ করেই স্থগিত হয়ে যায় সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী নিয়োগের পরীক্ষা। ফলে পরীক্ষা দিতে যাওয়ার জন্য যারা ট্রেনের টিকেট কিনেছিলেন তারা পরেন বিপাকে। তারা পানিদরে ট্রেনের টিকিট বিক্রি করেছেন। ৬ ঘণ্টার কম সময়ের মধ্যে যাত্রা বাতিল করার কারণে স্টেশনের কাউন্টারে তাঁদের টিকিট ফেরত নেওয়া হয়নি।
ফলে স্টেশনে সাধারণ যাত্রীদের কাছে টিকিট বিক্রির চেষ্টা করেন তাঁরা। কিন্তু টিকিটের আশায় আসা যাত্রীর চেয়ে যাত্রা বাতিল করা যাত্রীর সংখ্যা বেশি হওয়ায় তাঁরা টিকিটের দাম পাননি। ৫০ থেকে সর্বোচ্চ ১০০ টাকায় টিকিট বেচতে পেরেছেন তাঁরা।
গত বৃহস্পতিবার রাতে রাজশাহী রেলওয়ে স্টেশনে এমন ঘটনা ঘটেছে। ঢাকা-রাজশাহী ট্রেনের এসি টিকিটের মূল্য ৬৫৬ টাকা এবং সাধারণ শোভন চেয়ারের মূল্য ৩৪০ টাকা। এই টিকিট ৫০ থেকে ১০০ টাকা দিতে চাওয়ায় কেউ কেউ টিকিট স্টেশনেই ছিঁড়ে বাড়ি ফিরেছেন।
যাত্রা বাতিল করা পরীক্ষার্থীদের গত বৃহস্পতিবার রাত ১১টায় ‘ধূমকেতু এক্সপ্রেস’ ট্রেনে ঢাকায় যাওয়ার কথা ছিল। শুক্রবার বিকালে ঢাকায় তাঁদের ইউনিয়ন সমাজকর্মী নিয়োগের পরীক্ষা দেওয়ার কথা ছিল। হঠাৎ বৃহস্পতিবার সন্ধ্যায় পরীক্ষা স্থগিত করে দেয় সমাজসেবা অধিদপ্তর। তাই সবাই স্টেশনে আসেন টিকিট ফেরত দিতে।
পরীক্ষার্থীরা জানান, তাঁরা যখন পরীক্ষা স্থগিতের খবর শোনেন তখন ট্রেনযাত্রায় সময় ছিল ৬ ঘণ্টারও কম। তাই কাউন্টারে যাওয়ার টিকিট ফেরত নেওয়া হয়নি। তবে কারও কারও যাওয়ার জন্য শুক্রবার সকালের ‘সিল্কসিটি এক্সপ্রেস’ ট্রেনের টিকিট ছিল। এ ছাড়া কারও কারও পরীক্ষা দিয়ে ফেরার জন্য শুক্রবার রাতের ঢাকা-রাজশাহীর ‘পদ্মা এক্সপ্রেস’ ট্রেনের টিকিট কাটা ছিল। নির্ধারিত মাশুল কেটে সেগুলো ফেরত নেওয়া হয়েছে।
নগরীর শিরোইল কলোনী এলাকার পরীক্ষার্থী মোস্তাক আহমেদ জানান, অন্তত ৪০০ পরীক্ষার্থী টিকিট ফেরত দিতে এসেছিল। কাউন্টারে টিকিট ফেরত না নেওয়ায় তাঁরা স্টেশনে দাঁড়িয়ে টিকিট বিক্রির চেষ্টা করেন। তখন সাধারণ শোভন শ্রেণির টিকিট সর্বোচ্চ ৫০ টাকা এবং এসি টিকিট ১০০ টাকায় বিক্রি হয়েছে। এ দামে অনেকেই টিকিট বিক্রি না করে ছিঁড়ে ফেলেছেন। তিনি নিজেও টিকিট ছিঁড়ে ফেলেছেন।
হঠাৎ পরীক্ষা স্থগিত নিয়ে ক্ষোভ প্রকাশ করে মনসুর আলী নামের এক পরীক্ষার্থী বলেন, এ রকম হঠকারী সিদ্ধান্তের কারণে আমাদের আজ ভোগান্তি হলো। তিনি বলেন, স্টেশনে ট্রেন ছাড়ার আগে দালালের কাছ থেকেই যাত্রীরা দ্বিগুণ দামে টিকিট কেনেন। আজ আমরা বিপদে পড়েছি, মানুষের নূন্যতম মানবতাবোধ নেই। সুযোগ পেয়ে কেউ টিকিটের দাম দিল না। চাহিদার চেয়ে টিকিট বেশি থাকায় পানিদরে যাত্রীরা টিকিট কিনল।
রাজশাহী রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক আবদুল করিম জানান, ৪৮ ঘণ্টার কম, কিন্তু ২৪ ঘণ্টার বেশি সময় আগে যাত্রা বাতিল করলে ২৫ শতাংশ সার্ভিস চার্জ কেটে টিকিট ফেরত নেওয়া হয়। ২৪ ঘণ্টার কম, কিন্তু ১২ ঘণ্টার বেশি সময়ের জন্য ৫০ শতাংশ এবং ১২ ঘণ্টার কম, ৬ ঘণ্টার বেশি সময়ের আগে ৭৫ শতাংশ টাকাই কাটা হয়।
তবে ট্রেন ছাড়ার ৬ ঘণ্টার আগে যাত্রা বাতিল করলে কোন টাকা ফেরত দেওয়া হয় না। এ টিকিট ফেরতও নেওয়া হয় না। তাই ধূমকেতুর টিকিট ফেরত নেওয়া যায়নি। তবে অনেকেই শুক্রবার সকালের রাজশাহী-ঢাকা এবং রাতের ঢাকা-রাজশাহী ট্রেনের টিকিট ফেরত দিয়েছেন। নির্ধারিত মাশুল কেটে এই টিকিট ফেরত নেওয়া হয়েছে।