ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগরীর তালাইমারি নিবাসী বিশিষ্ট আইনজীবী এ্যাডভোকেট রশিদুর রহমান মিলনের জানাযার নামাজ ও দাফন সম্পন্ন হয়েছে।
শুক্রবার বাদ জুম্মা টিকাপাড়া গোরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে টিকাপাড়া ঈদগাহ মাঠে মরহুমের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়।
জানাযা নামাজে অংশ নেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
জানাযা নামাজে উপস্থিত ছিলেন, মরহুমের আত্মীয়-স্বজন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি মাহফুজুল আলম লোটন সহ মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আইনজীবীবৃন্দ, সিটি কর্পোরেশনের ২৫নং ওয়ার্ড কাউন্সিলর তরিকুল আলম পল্টু সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের জনসাধারণ।
উল্লেখ্য, এ্যাড. রশিদুর রহমান মিলন গুরুতর অসুস্থ্য হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার দুপুর ২টায় রামেক হাসপাতালের ৩২নং ওয়ার্ডে তাকে দেখতে যান রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। তার অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসা জন্য তাকে ঢাকায় পাঠানোর পরামর্শ প্রদান করেন চিকিৎসকরা। চিকিৎসকের পরামর্শক্রমে উন্নত চিকিৎসার জন্য বিকেলে এয়ার এ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকা নিয়ে যাওয়ার সার্বিক ব্যবস্থা করেন রাসিক মেয়র। এয়ার এ্যাম্বুলেন্সে ঢাকায় পৌছানোর পর মারা যান এ্যাড. রশিদুর রহমান মিলন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।