ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় দুই কনস্টেবলকে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টিমুখ করিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহম্মেদ। সম্প্রতি বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে নিয়োগ দেয়া হয়েছে।
এতে নিয়োগ পাওয়া বাগমারা উপজেলার দুইজন পুলিশ কনস্টেবল প্রশিক্ষণে যাওয়ার আগে শুক্রবার রাতে সৌজন্য সাক্ষাত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে। থানায় সৌজন্য সাক্ষাত করতে গেলে দুই কনস্টেবলকে থানার ওসির পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে।
নিয়োগপ্রাপ্ত দুই কনস্টেবলের বাড়ি উপজেলার মাড়িয়া ইউনিয়নের যাত্রাগাছী গ্রামের মোহাম্মদ মিন্টু রহমানের ছেলে খাইরুল ইসলাম এবং সোনাডাঙ্গা ইউনিয়নের ভরট্ট গ্রামের সাইদুর রহমানের ছেলে সামীউর রহমান। জানাগেছে আগামী ৩০ ডিসেম্বর বাংলাদেশ পুলিশ একাডেমি সারদা রাজশাহীতে যাবেন প্রশিক্ষণের জন্য।
এসময় উপস্থিত ছিলেন, বাগমারা থানার পুলিশ পরিদর্শক তদন্ত আফজাল হোসেন, সেকেন্ড অফিসার এসআই রিপন কুমার সহ অফিসারগণ। আগামী দিনগুলোতে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। চাকুরীর মাধ্যমে দেশ ও দশের কল্যাণে কাজ করতে পারে সে কামনাও করা হয়।