ধূমকেতু প্রতিবেদক : পবায় বাংলাদেশ পানি বিধিমালা বিষয়ক মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার পবা উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা বাস্তবায়নে ২০১৮ কার্যকরণ শীর্ষক কারিগরি সহায়তা প্রকল্পের আওতায় প্রণীত ‘অংশগ্রহণমূলক গ্রামীণ মূল্যায়ন (পিআরএ)’র খসড়া রিপোর্টের উপর এ মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পানি সম্পদ পরিকল্পনা সংস্থার মহা পরিচালক ও অতিরিক্ত সচিব দেলোয়ার হোসেন।
বিশেষ অতিথি ছিলেন, ওয়ারপো পরিচালক আলমগীর হোসেন, প্রকৌশলী মন্টু কুমার বিশ্বাস, পবা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খান, পবা সহকারি কমিশনার ভূমি শেখ এহসান উদ্দীন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, প্রকল্প পরিচালক প্রকৌশলী রেজাউল করিম, প্রেজেন্টেশন উপস্থাপন করেন প্রকৌশলী সাইদুর রহমান।
উন্মুক্ত আলোচনায় অংশ নেন, পবা উপজেলা বিএমডিএ’র কর্মকর্তা প্রকৌশলী কামরুল আলম, পবা উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম, উপজেলা উপসহকারি প্রকৌশলী জনস্বাস্থ্য কর্মকর্তা নাহিদুল হক।
এসময় উপস্থিত ছিলেন, হড়গ্রাম ইউপি’র চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পারিলা ইউপি’র চেয়ারম্যান সাইফুল বারী ভুলু, হুজুরীপাড়া ইউপি’র চেয়ারম্যান গোলাম মোস্তফা, হরিয়ান ইউপি’র চেয়ারম্যান মফিদুল ইসলাম বাচ্চুসহ বিভিন্ন দপ্তরের কর্শকর্তা ও সাংবাদিকবৃন্দ।