ধূমকেতু প্রতিবেদক, রাবি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিজয়ের ৩য় বর্ষপূর্তিতে বিজয় মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগ।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দলীয় টেন্ট থেকে মিছিলটি বের হয়ে প্রধান প্রাধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে পৃর্বের স্থানে মিলিত হয় তাঁরা।
রাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর সঞ্চালনায় সভাপতি গোলাম কিবরিয়া বলেন, বাংলাদেশ যখন উন্নয়নের মহাসড়কে, ‘বিশ্বের দরবারে মাথা উচু করে দাঁড়াবার স্বপ্ন দেখছে ঠিক তখনই ওই একাত্তরের পরাজিত শক্তি বাংলাদেশকে পিছনে ফেলার ষড়যন্ত্র করছে। তারই ধারাবাহিকতায় গত নির্বাচনের আগে তারা কিভাবে সারাদেশকে জ্বালাও পোড়াও অবস্থায় রেখেছিল তা আপনারা দেখেছেন। এসময় তিনি ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতিটি শিক্ষার্থী, নিজ এলাকায়, প্রতিটি ইউনিয়নে আওয়ামী লীগের ইতিহাস ঐতিহ্যের কথা তুলে ধরার আহ্বান জানান।
মিছিলের পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে রাবি ছাত্রলীগের সহ সভাপতি কাজী আমিনুল হক লিংকন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুল ইসলাম সরকার (ডন), মেহেদী হাসান মিশুসহ বিশ্ববিদ্যালয় বিভিন্ন অনুষদ, বিভাগ ও হল ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।