ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগরীর ১৯নং ওয়ার্ডের শিরোইল কলোনী ২নং গলি ও ৩নং গলির কার্পেটিং কাজের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার কার্পেটিং কাজের উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন।
রাজশাহী মহানগরীর সমন্বিত উন্নয়ন প্রকল্পের আওতায় ডিপিপি অনুযায়ী ১৬৯ নম্বর শিরোইল কলোনী রাজিব স্টোর হতে উইভির বাড়ীর শেষ সীমানা পর্যন্ত ২৫০ মিটার সড়কের প্রাক্কলিত ব্যয় ১৬১৫৭০৫ টাকা ব্যয়ে এবং ডিপিপি ১৭০ নম্বর অনুযায়ী ১০৫০ মিটার সড়কের ৬৩৩৬৩৪০ টাকা ব্যয়ে দুইটি সড়ক পূণঃ কার্পেটিং করা হবে।
এ সময় কাউন্সিলর সুমন বলেন, ১৯নং ওয়ার্ডে ব্যাপক উন্নয়ন কাজ শুরু হয়েছে। প্রত্যেকটি রাস্তা ও ড্রেনের উন্নয়নে চাহিদা মতো মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বরাদ্দ প্রদান করায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়। এছাড়া অত্র এলাকার জনগণকে সাময়িক চলাচলে উন্নয়নের স্বার্থে অসুবিধা মেনে নেওয়ার জন্য সহযোগিতা প্রার্থনা করেন।
এসময় উপস্থিত ছিলেন, সংরক্ষিত আসনের কাউন্সিলর উম্মে সালমা বুলবুলি, বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, ১৯নং ওয়ার্ড দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, মসজিদ কমিটির সভাপতি গোলাম মোস্তফা, হান্নান শরীফ, ইঞ্জিনিয়ার আমজাদ আলী, আবুল বাশার, জাহিদ, মানিক, নজরুল ইসলাম, এ্যাড. শামসুন্নাহার মুক্তি, তানভীর কনস্ট্রাকশন লিঃ এর পক্ষে ইঞ্জিনিয়ার নুরুজ্জামান প্রমূখ।