ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলা পিকআপ মালিক শ্রমিক কল্যাণ সমিতি সদস্য নিহত ড্রাইভার শামীমের স্ত্রীকে আর্থিক সহোযোগীতা প্রদান করা হয়েছে।
শুক্রবার বিকাল ৫টার দিকে নগরীর রেলগেটেস্থ সপুরা এলাকায় সমিতির কার্যালয়ে আর্থিক সহোযোগীতা প্রদান করা হয়।
প্রধান অতিথি থেকে নিহত ড্রাইভার শামীমের স্ত্রীর সাথীর হাতে নগদ ২০ হাজার টাকা তুলে দেন, রাজশাহী জেলা পিকআপ মালিক শ্রমিক কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা ও রাসিকের ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন।
বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী জেলা পিকআপ মালিক শ্রমিক কল্যাণ সমিতির উপদেষ্টা ও নগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. মোসাব্বিরুল ইসলাম, ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন।
রাজশাহী জেলা পিকআপ মালিক শ্রমিক কল্যাণ সমিতির সভাপতি আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে আর্থিক সহোযোগীতা প্রদান অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন, তৌহিদুল ইসলাম তৌহিদ।
উল্লেখ্য, গত ২৩ সেস্টেম্বর ২০২১ ইং তারিখে নওগাঁর মান্দায় মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় মৃত্যুবরণ করে ড্রাইভার শামিম। তার একটি ৩ কণ্যা সন্তান রয়েছে।