ধূমকেতু প্রতিবেদক : শনিবার সকাল সাড়ে ১০ টায় নগরীর বি.বি হিন্দু একাডেমী বিদ্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে সারাদেশে একযোগে নতুন শিক্ষাবর্ষের বিনামূল্যে শিক্ষার্থীদের মাঝে প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত পাঠ্যপুস্তক তুলে দেন, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী বি.বি. হিন্দু একাডেমীর প্রধান শিক্ষক রাজেন্দ্রনাথ সরকার, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জগদিশ চন্দ্র ঘোষ, সহকারি প্রধান শিক্ষক অনল কুমার মন্ডল, সহকারি শিক্ষক দিলীপ কুমার সরকার, সহকারি শিক্ষিকা অঞ্জনা সাহা সহ অত্র বিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ।