ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগরীর সাগরপাড়া বটতালা মোড় হতে টিকাপাড়া, সাধুর মোড় হয়ে রুয়েট সীমানার প্রাচীর পর্যন্ত রাস্তার কার্পেটিং কাজ শুরু হয়েছে।
রোববার সকালে নর্দানের মোড় (রুয়েট সীমানার প্রাচীর) থেকে এই কার্পেটিং কাজ শুরু হয়েছে।
দুপুরে সড়কের কার্পেটিং কাজ পরিদর্শন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমÐলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
পরিদর্শনকালে কাজের মান দেখেন এবং সার্বিক বিষয় খোঁজখবর নেন মেয়র লিটন।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু, রাজশাহী সিটি কর্পোরেশনের সহকারী প্রকৌশলী অনন্য ইসলাম নির্ঝর, উপ-সহকারী প্রকৌশলী মোকাম্মেল আলী, উপ-প্রকৌশলী আলমতি শাহাফুদ্দিন, কার্য-সহাকরী সানোয়ারুল ইসলাম, কার্য-সহকারী প্রবির কুমার দাস, ঠিকাদারী প্রতিষ্ঠান রিথিন এন্টারপ্রাইজ’ এর কর্ণধার তৌরিদ-আল-মাসুদ রনি প্রমুখ।
উল্লেখ্য, ১১ কোটি ৮১ লাখ ১২ হাজার টাকা ব্যয়ে রাজশাহী মহানগরীর সাগরপাড়া বটতালা মোড় হতে টিকাপাড়া, সাধুর মোড় হয়ে রুয়েট সীমানার প্রাচীর পর্যন্ত ২১০০ মিটার সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন, ড্রেন ও ফুটপাত নির্মাণ কাজ চলমান রয়েছে।