ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সিটি করপোরেশন এলাকায় রয়েছে কয়েকটি কবরস্থান। কিন্তু মানুষের তুলনায় কবরস্থানের জায়গা কম। ফলে বাধ্য হয়ে পুরাতন কবরে আবার নতুন মুরদারকে কবর দেয়া হয়। এই সমস্যা সমাধানে তাই পুরোনো কবর ভেঙে মাটি ফেলে নতুন করে কবরস্থান তৈরি করা হচ্ছে।
মৃতদেহ দাফনে স্থান সংকুলান না হওয়ায় এসব কবরস্থানে মাটি ফেলে নতুন করে কবরস্থানের ব্যবস্থা করছে সিটি করপোরেশন। রাজশাহী নগরে এই প্রথমবারের মতো এ ধরনের সংস্কার কাজ হচ্ছে।
সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী নূর ইসলাম জানান, নগরের গৌরহাঙ্গা, সপুরা, টিকাপাড়া, খোজাপুর ও হেঁতেমখা কবরস্থানের পুরোনো কবর ভেঙে মাটি ফেলে নতুন জায়গা তৈরির কাজ শুরু করা হয়েছে। তবে পাকা কবরগুলো শুধু থাকবে। কারণ, জায়গা কিনে কবর পাকা করা হয়েছে।
নূর ইসলাম বলেন, সিটি করপোরেশনের কবরস্থানে কবর পাকা করার বিষয়টি নিরুৎসাহিত করতে উচ্চমূল্য নির্ধারণ করা হয়েছে। একটি পাকা কবরের জন্য ৭০ লাখ টাকা মূল্য নির্ধারণ করা হয়েছে।
নগরের হেঁতমখা কবরস্থানে পাকা কবরের সংখ্যা বেশি। এ বিষয়ে সিটি করপোরেশনের ওই প্রকৌশলী বলেন, এ কারণে সেখানে পুরোনো কবর ভাঙার কাজ করতে সমস্যা হচ্ছে।
নগরীর গৌরহাঙ্গা কবরস্থানে নতুন মাটি পড়েছে। ছেলের কবর চাপা পড়েছে নতুন মাটির নিচে। আন্দাজ করে নতুন মাটিতেই ছেলের কবরের সীমানা চিহ্নিত করছিলেন বাবা আবু সাঈদ। গত শুক্রবার তিনি গৌরহাঙ্গা কবরস্থানে গিয়েছিলেন।
নগরীর বর্ণালির মোড়ে আবু সাঈদ বলেন, দেড় বছর আগে তাঁর ছেলে হঠাৎ বমি করতে করতে মারা যায়। নতুন মাটি ফেলার কারণে ছেলের কবরের চিহ্নটাও হারিয়ে যাবে। তবুও দাগ টেনে রাখছেন, কোনোভাবে যাতে ছেলের কবরের স্থানটি শনাক্ত করা যায়।
গত শুক্রবার জুমার নামাজের পর অনেকেই কবরস্থানে স্বজনদের জন্য দোয়া করতে আসেন। তাদের অনেকেই স্বজনের কবরের স্থানটি খুঁজে পাচ্ছিলেন না। কেউ কবরের পাশে লাগানো গাছ দেখে আন্দাজ করে স্থান শনাক্ত করেন। এরপর পাশে দাঁড়িয়ে দোয়া করেন।
২০২০ সালের ৮ ফেব্রুয়ারি মারা যান নগরীর শিরোইল কলোনি এলাকার বীর মুক্তিযোদ্ধা আবদুর রহিম। তাঁর কবরটি পুরোনো কবর হিসেবে মাটির নিচে চাপা পড়েছে। সেখানে বাঁশের খুঁটি পুঁতে মৃত ব্যক্তির নাম কাগজে লিখে লেমিনেটিং করে ঝুলিয়ে দিয়েছেন তাঁর স্বজনেরা।
গত বছরের ২৪ সেপ্টেম্বর নগরীর আসাম কলোনি এলাকার লাইলী বেগমের কবরটিও নতুন মাটির নিচে পড়েছে। তার স্বজনেরা অনুমান করে ওই কবরের জায়গায় নামফলক বসিয়ে দিয়ে গেছেন। কবরের চৌহদ্দি আন্দাজ করে এর চারপাশে ফুলগাছও লাগিয়ে দিয়ে গেছেন।
গৌরহাঙ্গা কবরস্থানে কয়েকটি পাকা কবর শুধু অবশিষ্ট থাকছে। এর মধ্যে একটির নামফলকে দেখা যায়, কবরটি ১৯৭৭ সালের। মৃত ব্যক্তির নাম ফাতেমা বিবি। ১৯৭৯ সালের একটি কবরের নামফলকে লেখা মোহাম্মদ ইয়াসিন ডিএফওর নাম।
মাসখানেক আগে থেকে গৌরহাঙ্গায় কবর ভাঙার কাজ শুরু হয়েছে। এরই মধ্যে আবার নতুন কবর দেওয়া শুরু হয়েছে। তবে কেউ আর কবর বাঁধাননি।