ধূমকেতু প্রতিবেদক, রাবি : বাংলাদেশ থাকতে হলে এবং ছাত্রলীগ করতে হলে বঙ্গবন্ধুকে জানতে হবে।
মঙ্গলবার ৪ জানুয়ারী দুপুর ১ টায় ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের সময় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর সঞ্চালনায় প্রধান অতিথি বক্তব্য একথা বলেন রাবি উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার।
এসময় তিনি আরও বলেন, বাঙালীর হৃদয়ের উত্তাপ থেকে ছাত্রলীগের জন্ম, বঙ্গবন্ধু নিজ হাতে এই দলটির জন্ম দিয়েছিলেন। বঙ্গবন্ধু সবসময় ছাত্রলীগের উপর নির্ভর করতেন। আমরা বঙ্গবন্ধু ও শেখ হাসিনাকে ভালোবেসে এবং জয়ের আদর্শকে ধারণ করি। তাহলে আগামীতে যে চ্যালেঞ্জ আছে তা ছাত্রলীগকেই মোকাবিলা করতে হবে। শুধু শ্লোগানে নয় বঙ্গবন্ধুর আদর্শকে হৃদয়ে ধারণ করতে হবে। শেখ হাসিনা দেশ বিনির্মাণে যে অবদান রাখছে এবং আগামী সোনার বাংলা বিনির্মাণে ছাত্রলীগ মূখ্য ভূমিকা রাখবে বলে আশা ব্যক্ত করেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদ্বয় অধ্যাপক ড. চৌধুরী জাকারিয়া ও অধ্যাপক ড. সুলতান-উল-ইসলাম, প্রক্টর লিয়াকত আলী, ছাত্র উপদেষ্টা তারেক নূর, বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া, সাংগঠনিক সম্পাদক মিশু, বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সকল নেতৃবৃন্দ, হল ইউনিটের নেতাকর্মী, অনুষদ ও বিভাগ কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকসহ সকল নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।