ধূমকেতু প্রতিবেদক, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নানা কর্মসূচির মধ্যদিয়ে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
মঙ্গলবার (৪ জানুয়ারী) সকাল সাড়ে ৭ টায় দলীয় টেন্ট থেকে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীতের মধ্য দিয়ে দিনব্যাপী কার্যক্রম শুরু করেন তারা।
এরপর বেলা ১২টায় সংগঠনটির পক্ষ থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করে দলের নেতাকর্মীরা। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে এসে শেষ হয়। পরে তারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
দুপুর ১ টায় দলীয় টেন্টে কেক কেটে ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদযাপন করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।