রাজশাহী জেলা পুলিশের অভিযানে আটক ৩১

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলা পুলিশের অভিযানে ৩১ জনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১১ জানুয়ারী) রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।

রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম জানান, গোদাগাড়ী মডেল থানা ৫ জন, তানোর থানা ৫ জন, বাগমারা থানা ১ জন, দুর্গাপুর থানা ১ জন, পুঠিয়া থানা ৩ জন, চারঘাট মডেল থানা ১৩ জন ও বাঘা থানা ৩ জনকে আটক করে।

তিনি জানান, আটকৃতদের মধে ১২ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৬ জনকে মাদকদ্রব্যসহ ১৩ জনকে অন্যান্য মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে, গোদাগাড়ী মডেল থানা পুলিশ শ্রীমতি অলোকা রানী (৪৮), শিলভানুস বিশ্বাস (৪৫) ও পানচিস বিশ্বাস (৫০) কে ৭০লিটার চোলাইমদসহ আটক করে। তানোর থানা পুলিশ শ্রী শিব হেমরম (৩৫) কে ২০লিটার চোলাইমদসহ আটক করে।

অপরদিকে, চারঘাট মডেল থানা পুলিশ সুজন আলী (৪৫) কে ৫০গ্রাম গাঁজাসহ আটক করে। ডিবি পুলিশ কর্তৃক চারঘাট থানা এলাকা হতে শ্রী কিষান ওরফে কিমান (৩০) কে ৫০০পিচ ইয়াবাসহ আটক করে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Scroll to Top