ধূমকেতু প্রতিবেদক : প্রবীণ আওয়ামী লীগ নেতা, ১৯ (দক্ষিন) নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সদস্য ও রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সদস্য সৌরভ হোসেন জ্যাকি’র পিতা নইম উদ্দিন হোসেন কাজল বুধবার ভোর ৬টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন)।
তার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল ও সাধারণ সম্পাদক ডাবলু সরকার গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোক বার্তায় নেতৃদ্বয় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
নইম উদ্দিন হোসেন কাজল এর জানাযার নামাজ বুধবার বাদ যোহর শিরোইল কলোনি।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সদস্য ইসমাইল হোসেন, শাহ্মখদুম থানা আওয়ামী লীগ সভাপতি আখতারুল আলম, ১৯ (দক্ষিন) নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি রেজাউল হক মঞ্জু, সাধারণ সম্পাদক কামরুল হাসান, ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমনএ
আরও উপস্থিত ছিলেন, নগর স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক জেডু সরকার, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান সুজন, নগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক আশরাফ বাবু, রাজশাহী রেলওয়ে শ্রমিক লীগ, ওপেন লাইন শাখার দপ্তর সম্পাদক ওয়াহেদ আলী মুন প্রমুখ।