ধূমকেতু প্রতিবেদক, দুর্গাপুর : রাজশাহীর দুর্গাপুরে ৭২ গ্রাম গাঁজাসহ শাকিউল আলম লিখন ও শাহ আলম নামের দুই মাদক কারবারিকে আটক করেছেন থানা পুলিশ।
উপজেলার মাড়িয়া ইউপির বাছেরের মোড় সাজিপাড়া চাত্রার পুকুর পাড়ে এক বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই প্রনয় কুমার এএসআই এরশাদ সঙ্গীয় ফোর্স ১৫ জানুয়ারী (শনিবার) রাতে অভিযান চালিয়ে গাঁজা সহ শাকিউল আলম লিখন (৫০) ও সহযোগী শাহ আলমকে গ্রেপ্তার করে থানা পুলিশ।
আটককৃত শাকিউল আলম (লিখন) ঐ এলাকার আওয়ামী লীগ নেতা আ.ও.ম নুরুল আলম হিরু (মাষ্টার) এর পুত্র অপর আটককৃত শাহ আলম ঢাকার বাসিন্দা তবে তিনি বর্তমান শ্বশুরবাড়ি বাসের মোড়েই থাকেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, আটক লিখন এলাকায় মাদক ব্যবসা, সন্ত্রাসী কার্যক্রম চালাতো কেউ প্রতিবাদ করলে তার উপর চড়াও হতো। তাকে দ্রুত বিচারের আওতায় আনার দাবী জানিয়েছেন সকল স্তরের সাধারণ মানুষ।
এসআই প্রনয় কুমার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শফিউল আলম লিখন ও শাহ আলম নামের দুই মাদক কারবারিকে গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে।
এবিষয়ে দুর্গাপুর থানা অফিসার ইনচার্জ ওসি হাশমত আলী জানান, মামলা রুজু হয়েছে আসামিদের জেল হাজতে পেরণ করা হবে।