ধূমকেতু প্রতিবেদক : আদিবাসী ছাত্র পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয় কমিটির ৪র্থ সম্মেলন শনিবার (১৫ জানুয়ারি) দুপুর ৩ টায় রাবি কেন্দ্রীয় ক্যাফেটেরিয়াতে অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে আগামী ২ বছরের জন্য সুশান্ত মাহাতোকে সভাপতি, লখিন সরদারকে সাধারণ সম্পাদক ও দিবাসনজিত সরদারকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৩১ সদস্য বিশিষ্ট বিশ্ববিদ্যালয় কমিটি ঘোষণা করা হয়।
আদিবাসী ছাত্র পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয় কমিটির আহ্বায়ক কলাবতী মাহাতো এর সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, কেন্দ্রীয় সদস্য বিভূতী ভূষণ মাহাতো, আদিবাসী যুব পরিষদের রাজশাহী জেলা সভাপতি উপেন রবিদাস, আদিবাসী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি নকুল পাহান।
এসময় উপস্থিত ছিলেন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক রিদম শাহরিয়ার, বিপ্লবী ছাত্র মৈত্রী রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক সাকিল হোসেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রাজশাহী বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি শাকিলা খাতুন, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ রাজশাহী মহানগর শাখার সভাপতি রাসেল চাকমা, আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য অনিল গজার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দিবাসনজিত সরদার, এলিনা হেমব্রম, মিলন মাহাতো প্রমূখ।
সম্মেলনে বক্তারা বলেন, আদিবাসীদের অধিকার আদায়ের সংগ্রামে শিক্ষার্থীরা অগ্রণী ভূমিকা পালন করবে। আদিবাসী আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি প্রদান, সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৫% আসন সংরক্ষণ, নিজ নিজ মাতৃভাষায় প্রাথমিক শিক্ষাব্যবস্থা চালু সহ আদিবাসী ছাত্র পরিষদের ১০ দফা দাবি বাস্তবায়নের দাবি জানান বক্তারা।