ধূমকেতু নিউজ ডেস্ক : কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর রাশিয়া ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে রুশ কর্তৃপক্ষ। ইউক্রেনে চলমান সংঘাত নিয়ে রাশিয়ার ওপর পশ্চিমা দেশগুলোর ক্রমাগত নিষেধাজ্ঞার জবাবে এবার উল্টো নিষেধাজ্ঞা জারি করলো মস্কো।
ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানা যায়, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনসহ আরও কয়েকজন শীর্ষ কর্মকর্তাদের জন্য রাশিয়া ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রথমে এই তালিকায় না থাকলেও পরে নতুন করে যোগ করা হয় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর নাম। এছাড়া সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
ইউক্রেনে রাশিয়া সামরিক অভিযান শুরু করার পর থেকে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা জারির তালিকায় উপরের সারিতেই ছিলো কানাডা। এর আগে অর্থনৈতিক নিষেধাজ্ঞার পাশাপাশি রুশ পার্লামেন্ট সদস্যদের ওপরও নিষেধাজ্ঞা দিয়েছিলো ট্রুডো সরকার।
এদিকে পশ্চিমা নেতাদের ওপর রাশিয়ার এই নিষেধাজ্ঞাকে অবশ্য প্রতীকী হিসেবেই ধরা হচ্ছে। নিষেধাজ্ঞার বিবৃতিতে বলা হয়, এই সকল ব্যক্তির সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক বজায় থাকবে। প্রয়োজনবোধে উচ্চ পর্যায়ে যোগাযোগও করা যাবে।