IMG-LOGO

শনিবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ, ৭ই রবিউল আউয়াল ১৪৪৫ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
Home >> রাজশাহী >> শিক্ষা >> হাল্ট প্রাইজ অন ক্যাম্পাস ২০-২১ রাবির সাংগঠনিক পর্ষদ গঠন

হাল্ট প্রাইজ অন ক্যাম্পাস ২০-২১ রাবির সাংগঠনিক পর্ষদ গঠন

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১৬ সাল থেকে হাল্ট প্রাইজ আয়োজিত হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় এ বছর চতুর্থ বারের মত আয়োজিত হতে যাচ্ছে ‘হাল্ট প্রাইজ অন ক্যাম্পাস’। এটিকে সামনে রেখেই গঠিত হলো ‘হাল্ট প্রাইজ অ্যাট ইউনিভার্সিটি অব রাজশাহী ২০২০-২০২১’ এর পূর্ণাঙ্গ সাংগঠনিক পর্ষদ। কমিটিতে ক্যাম্পাস ডিরেক্টর হিসেবে নির্বাচিত হয়েছেন তথ্য ও যোগাযোগ প্রকৌশল বিভাগের শিক্ষার্থী সুমাইয়া নাজনিন এবং অ্যাসিসটেন্ট ডিরেক্টর ও চিফ অফ অপারেশন হিসেবে নিযুক্ত হয়েছেন একই বিভাগের তোহিদুল ইসলাম। চিফ অফ জাজেস কো অর্ডিনেশন হিসেবে নিযুক্ত হয়েছেন অরিন্দম সান্যাল দিপ্ত।

নবগঠিত সাংগঠনিক পর্ষদের বিভিন্ন বিভাগ ও এর দায়িত্বপ্রাপ্ত সদস্যবৃন্দ হলেন-

টিম অ্যান্ড পার্টিসিপেশন:
চীফ- সজীব কুমার দাস, ডেপুটি চীফ- শুভঙ্কর চক্রবর্তী, ইশরাত জাহান, মোহাম্মদ মোরসালিন, ডিরেক্টর- জোবায়ের আহমেদ, অফিসার- স্বপ্নীল।

ইনফরমেশন অ্যান্ড ডাটা অ্যানালাইসিস:
চীফ- সাখাওয়াত আলম ফয়সাল, ডেপুটি চীফ- জাকিয়া সুলতানা বৃষ্টি, মুস্তাকিম আহমেদ, ডিরেক্টর- শরীফ আহমেদ, অফিসার- মিথুন কুমার দে।

কিউরেটরশিপ:
চীফ- অনামিকা পাল, ডেপুটি চীফ- সাব্বির আহমেদ, ওমর ফারুক, ডিরেক্টর- শরীফ উদ্দিন নাহিদ, নাজমুন নাহার, অফিসার- আতিক আহমেদ।

গ্রাফিক ডিজাইনিং:
চীফ- রাহিক আহমেদ, ডেপুটি চীফ- আবদুর রহমান এলিট, ডিরেক্টর- সানজিদা আফরিন, সন্দ্বীপ কুমার সিংহ, অফিসার- হাসান শাহরিয়ার, ফুয়াদ হাসান।

ডকুমেন্টেশনস:
চীফ- নুসরাত জাহান কনক, ডেপুটি চীফ- মোহাম্মদ ইসমাইল, গারগি দাস, কিশোয়ার নাজিয়া, ডিরেক্টর- আরিফুল ইসলাম, জারিন তাবাসসুম রশীদ, আফরোজা মাহমুদ, অফিসার- নাহিদ হাসান তামি, সাদিদ মোস্তফা ভূঁইয়া।

ক্যাম্পেইন অ্যান্ড প্রোমোশন:
চীফ- জোহরা ইসলাম, ডেপুটি চীফ- ফারহান মেহবুব, এম মোস্তফা কামাল, ডিরেক্টর- ফারিহা সাদেক, জোয়ানা টুডু, রাইতাহ ইসলাম।

ইভেন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড হসপিটালিটি:
চীফ- হাসিবুল হাসান, ডেপুটি চীফ- সাইমুন আজম, ডিরেক্টর- রাহাদ হোসেন, মুজাহিদ কাশেম, সাদিয়া দূর্দানা আদৃতা, অফিসার- অনন্যা সাহা।

মিডিয়া অ্যান্ড জার্নালিজম:
চীফ- গোলাম কিবরিয়া লিমন, ডেপুটি চীফ- কোহেলি আক্তার, ডিরেক্টর- হাদিউল আলম দীপ্র, আবদুল আজিজ।

মনিটারি অ্যান্ড কর্পোরেট:
চীফ- মাকসাদুর রহমান, ডেপুটি চীফ- নাসিফ ইফতেখার, ডিরেক্টর- শাকিল খান, অফিসার- অর্পিতা ইসলাম সূচী।

ফিল্মমেকিং:
চীফ- ওয়াহিদুল ইসলাম, ডেপুটি চীফ- সাকিব ফয়সাল, ডিরেক্টর- শরীফুল ইসলাম।

নয়া কমিটি থেকে জানানো হয়, রাবিতে আগামী নভেম্বরে ‘হাল্ট প্রাইজ অন ক্যাম্পাস’ অনুষ্ঠিত হতে পারে। করোনাকালীন জটিলতাকে মাথায় রেখে সাংগঠনিক পর্ষদ ইতোমধ্যেই তাদের প্রস্তুতি শুরু করেছেন। এ বিষয়ে খুব শীঘ্রই ‘হাল্ট প্রাইজ অ্যাট ইউনিভার্সিটি অব রাজশাহীর’ ফেসবুক পেজ ও লিংকড ইন অ্যাকাউন্টে আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে জানিয়েছেন তারা। তবে করোনা পরিস্থিতির কারণে ক্যাম্পাস না খুললে অনলাইনেই অনুষ্ঠিত হবে রাবির এ বছরের হাল্ট প্রাইজ।

উল্লেখ্য, ‘শিক্ষার্থীদের নোবেল প্রাইজ’ খ্যাত হাল্ট প্রাইজ সারা পৃথিবীজুড়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের লক্ষ্যে তরুণ উদ্যোক্তাদের নিয়ে প্রতিবছরই আয়োজন করে আসছে বিশ্বের সবচেয়ে বড় ব্যবসায় উদ্যোগ প্রতিযোগিতার। এর মাধ্যমে প্রতি বছর শিক্ষার্থীদের এমন একটি সমস্যা সমাধানের চ্যালেঞ্জ ছুড়ে দেয়া হয়, যা কোটি কোটি অসহায় মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। চ্যালেঞ্জ নির্ধারণ করা হয় খাদ্য নিরাপত্তা, পানি, শক্তি এবং শিক্ষার ক্ষেত্রে মুখোমুখি হওয়া সমস্যাগুলো নিয়ে।

হাল্ট প্রাইজ ফাউন্ডেশন ও জাতিসংঘের যৌথ উদ্যোগে ২০১০ সাল থেকে প্রতিবছর বিশ্ববিদ্যালয় পর্যায়ে এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হচ্ছে। বর্তমানে বিশ্বব্যাপী প্রায় ১০০০ এরও বেশি বিশ্ববিদ্যালয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে থাকে। সারা বিশ্বে ‘হাল্ট প্রাইজ অন ক্যাম্পাস’ প্রোগ্রামের আওতায় ক্যাম্পাস পর্যায়ে বিজয়ী দলগুলো পর্যায়ক্রমে আন্তর্জাতিক পর্যায়ে উপনীত হন। ব্যবসার সুযোগ তৈরির জন্য নির্ধারিত সমস্যার সেরা সমাধানকারী দল পান ১ মিলিয়ন ইউএস ডলার বা সাড়ে আট কোটি টাকার অর্থ পুরষ্কার।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : dhumkatunews20@gmail.com. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

September 2023
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930