ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে মহান বিজয় দিবস উপলক্ষে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, ব্লাড প্রেসার পরিমাপ ও রিপোর্ট প্রদান মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত। বুধবার সকাল ১০ টার দিকে নগরীর ১৮ নং ওয়ার্ড শাহমখদুম এলাকায় ৫০০ জনকে সার্বজনীন সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে সেবা প্রদান করা হয়।
ক্যাম্পে সার্বজনীন সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশ আনসার ও ভিডিপির ওয়ার্ড ১৮ নং ওয়ার্ড দলনেতা মোহন আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সার্বজনীন সমাজ কল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা, নগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক তৌরিদ আল মাসুদ রনি।
সার্বিক সহযোগীতায় ছিলেন, সার্বজনীন সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা মোশাররফ হোসেন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, সার্বজনীন সমাজ কল্যাণ সংস্থার সহ সভাপতি পপেল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ফারুক আলম পাপ্পু, রবিউল আউয়াল রাহাদ, বিশেষ সম্পাদক জয় সরকার, রাজা হোসেন, চর্চা বিষয়ক নাজমুল ইসলাম, কামরুজ্জামান, দপ্তর সম্পাদক মনিরুজ্জামান আনিস, সাগর হোসেন, নারী ও শিশু বিষয় সহ সম্পাদিকা নীলা আফরোজ প্রমুখ।