IMG-LOGO

বৃহস্পতিবার, ৫ই অক্টোবর ২০২৩ খ্রিস্টাব্দ
২০শে আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ, ১৯শে রবিউল আউয়াল ১৪৪৫ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
Home >> টপ নিউজ >> স্বাস্থ্য >> করোনায় বিশ্বের আরও ৬ হাজার মানুষের মৃত্যু

করোনায় বিশ্বের আরও ৬ হাজার মানুষের মৃত্যু


ধূমকেতু নিউজ ডেস্ক : করোনার অব্যাহত তাণ্ডবে একদিন আগেই মৃতের সংখ্যা ৯ লাখ ছাড়িয়ে গেছে। নতুন করে আরও ৬ হাজারের বেশি মানুষের প্রাণ ঝরেছে ভাইরাসটিতে। আক্রান্তের সংখ্যা বেড়ে ২ লাখ ৮০ হাজার পেরিয়েছে। যার অধিকাংশই মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত ও ব্রাজিলের নাগরিক। আর সুস্থতা লাভ করেছেন দুই-তৃতীয়াংশ ভুক্তভোগী।

বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের নিয়মিত পরিসংখ্যানে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় বিশ্বের ২ লাখ ৮৬ হাজার ৫৪৮ জন মানুষের করোনা শনাক্ত হয়েছে। এতে করে সংক্রমিতের সংখ্যা ২ কোটি ৮০ লাখ ১৪ হাজার ৮৪৮ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রাণ গেছে ৬ হাজার ২২৭ জনের। এ নিয়ে প্রাণহানি ৯ লাখ ৭ হাজার ৩০৪ জনে ঠেকেছে।

আর সুস্থতা লাভ করেছেন ২ কোটি ৯১ হাজারের বেশি রোগী। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় বেঁচে ফিরেছেন ২ লাখ ৭০ হাজারের বেশি।

এখন পর্যন্ত ইউরোপের কয়েকটি দেশ ও উৎপত্তিস্থল চীনে নিয়ন্ত্রণে ভাইরাসটি। তবে দেশগুলো স্বাভাবিক অবস্থায় ফিরলেও মুক্ত হচ্ছে না পুরোপুরি। এখনও প্রতিদিনই কমবেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটছে।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত মার্কিন যুক্তরাষ্ট্র। যেখানে এখন পর্যন্ত ৬৫ লাখ ৪৯ হাজারের বেশি মানুষ ভাইরাসটির শিকার হয়েছেন। এর মধ্যে না ফেরার দেশে ১ লাখ ৯৫ হাজার ২৩৯ জন।

সংক্রমণে দুইয়ে থাকা দক্ষিণ এশিয়ার দেশ ভারতে গত একদিনেই ৯৫ হাজারের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। এতে করে আক্রান্তের সংখ্যা ৪৪ লাখ প্রায় ৬৩ হাজারে দাঁড়িয়েছে। প্রাণহানি বেড়ে ৭৫ হাজার ৯১ জনে ঠেকেছে।

ব্রাজিলে সংক্রমিতের সংখ্যা বেড়ে ৪১ লাখ ৯৯ হাজারের বেশি। প্রাণহানি বেড়ে ১ লাখ ২৮ হাজার ৬৫৩ জনে ঠেকেছে।

রাশিয়ায় সংক্রমিতের সংখ্যা ১০ লাখ ৪১ হাজারের অধিক। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশটিতে এখন পর্যন্ত ১৮ হাজার ১৩৫ জন মানুষের মৃত্যু হয়েছে করোনায়।

পেরুতে আক্রান্ত ৭ লাখ ৩ হাজার ছুঁই ছুঁই। যেখানে মৃতের সংখ্যা ৩০ হাজার ২৩৬ জন।

কলম্বিয়ায় শনাক্ত হয়েছে ৬ লাখ প্রায় ৮৭ হাজার। এর মধ্যে মৃত্যু হয়েছে ২২ হাজার ৫৩ জনের।

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোয় আক্রান্ত ৬ লাখ ৪৩ হাজারের কাছাকাছি। এখন পর্যন্ত সেখানে প্রাণ গেছে ৬৮ হাজার ৪৮৪ জন মানুষের।

আফ্রিকার দেশ দক্ষিণ আফ্রিকায় সংক্রমিতের সংখ্যা ৬ লাখ ৪২ হাজার ছাড়িয়ে গেছে। আর মৃত্যু হয়েছে ১৫ হাজার ১৬৮ জনের।

নিয়ন্ত্রণে আসা স্পেনে আক্রান্ত ৫ লাখ ৪৩ হাজার পেরিয়েছে। প্রাণ গেছে সেখানে ২৯ হাজার ৬২৮ জনের।

আর্জেন্টিনায় করোনা হানা দিয়েছে ৫ লাখ ১২ হাজারের বেশি। প্রাণ কেড়েছে ১০ হাজার ৬৫৮ জনের।

চিলিতে সংক্রমণ ৪ লাখ ২৭ হাজারের অধিক। এর মধ্যে ১১ হাজার ৭০২ জনের প্রাণ কেড়েছে করোনা।

মধ্যপ্রাচ্যের ইসলামী প্রজাতান্ত্রিক দেশ ইরানে করোনার শিকার ৩ লাখ ৯৩ হাজার ছুঁই ছুঁই। প্রাণহানি ঘটেছে ২২ হাজার ৬৬৯ জনের।

যুক্তরাজ্যে সংক্রমিতের সংখ্যা ৩ লাখ ৫৫ হাজার ছাড়িয়েছে। যেখানে মৃত্যু হয়েছে ৪১ হাজার ৫৯৪ জন মানুষের।

আর বাংলাদেশে স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্যমতে, গতকাল বুধবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৩১ হাজার ৭৮ জন। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ৪ হাজার ৫৯৩ জনের।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : dhumkatunews20@gmail.com. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news