ধূমকেতু নিউজ ডেস্ক : আগামী বছরের ১৬ জানুয়ারি শুরু হচ্ছে ১৯তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারও এ উৎসবটির আয়োজকের দায়িত্বে থাকবে রেইনবো ফিল্ম সোসাইটি।
সম্প্রতি এমনটাই জানিয়েছেন উৎসব পরিচালক ও রেইনবো ফিল্ম সোসাইটির সভাপতি আহমেদ মুজতবা জামাল।
‘বেটার ফিল্ম, বেটার অডিয়েন্স অ্যান্ড বেটার সোসাইটি’ এই স্লোগানে অনুষ্ঠিত হবে উৎসবটি।
এবার ৬০টি দেশের ২০০ চলচ্চিত্র এ উৎসবে প্রদর্শিত হবে। উৎসবটি একাধিক ভেন্যুতে অনুষ্ঠিত হবে। এগুলো হল- রাজধানীর শাহবাগের কেন্দ্রীয় গণগ্রন্থাগার, জাতীয় জাদুঘর, আলিয়ঁস ফ্রঁসেজ ঢাকা, স্টার সিনেপ্লেক্স ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মিলনায়তনে দর্শকরা ছবিগুলো দেখতে পাবেন।
ছবির প্রদর্শন ছাড়াও থাকছে এশিয়ান প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ বিভাগ, বাংলাদেশ প্যানারোমা, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড, চিলড্রেনস ফিল্ম, উইমেনস ফিল্ম সেশনসহ বেশ কয়েকটি প্রতিযোগিতা পর্ব।
উৎসবে বিচারকের দায়িত্ব পালন করবেন চিত্রনায়ক ফেরদৌস, নাট্যাভিনেত্রী বন্যা মির্জা, ভারতের খ্যাতিমান কণ্ঠশিল্পী, অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা অঞ্জন দত্ত।
উৎসব প্রসঙ্গে আহমেদ মুজতবা জামাল বলেন, করোনাকালে এ ধরনের উৎসব আয়োজন করতে গিয়ে আগের চেয়ে বেশি পরিশ্রম করতে হচ্ছে। কারণ করোনাভাইরাসের কারণে বাড়তি সতর্কতা অনুসরণ করতে হচ্ছে। এছাড়া বিভিন্ন দেশের চলচ্চিত্র নির্মাতা ও অভিনয় শিল্পীরা উৎসবের সময় ঢাকায় আসবেন। তাদের মুভমেন্ট সমন্বয় করার জন্য এরই মধ্যে আমরা প্রস্ততি নিয়েছি। এছাড়া দর্শকরা যেন নিরাপদে ছবিগুলো উপভোগ করতে পারেন এজন্য স্বাস্থ্যবিধি অনুসরণ করা হবে। সবার সহযোগিতায় আমরা উৎসবটি আগের মতোই বর্ণিল করতে চাই।