ধূমকেতু নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জের ফতুল্লায় স্কুলছাত্র ইমন হোসেন হত্যা মামলায় সাত জনের মৃত্যুদণ্ড ও অপরাধ প্রমাণিত না হওয়ায় এ মামলা থেকে তিনজনকে খালাস দিয়েছে আদালত।
রোববার (২০ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন রোববার দুপুরে এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত আইনজীবী জাসমিন আহমেদ জানান।
তিনি সাংবাদিকদের বলেন, ২০১৩ সালের জুনে ইমন বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। এর ৬ দিন পর বক্তাবলি এলাকার পরিত্যক্ত একটি জায়গা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পরে এ ঘটনায় ইমনের বাবা মো. ইসমাইল মামলা দায়ের করেন করেন। মামলার এজাহারে বলা হয়, জমি সংক্রান্ত বিরোধের জেরে ইমনকে হত্যা করা হয়। পরে তার লাশ নয় খণ্ড করে ফেলে রাখে আসামিরা। সেই মামলায় ১৪ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত ৭ জনের ফাঁসির রায় দিয়েছেন। খালাস দেয়া হয়েছে তিন জনকে।
মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন, নাহিদ হাসান, মোছা. সালমা, আহম্মদ আলী, মো. সিরাজ, সেন্টু মিয়া, খোরশেদ আলম ও হোসনে আরা। রায় ঘোষণার সময় আদালতে দণ্ডিতদের মধ্যে দুজন উপস্থিত ছিলো। বাকি পাঁচজন এখনও পলাতক।