ধূমকেতু নিউজ ডেস্ক : যশোরে ২৪ ঘন্টায় চেক ডিজঅনার, মাদক ও চোরাচালান দমন আইনের ২৬ মামলার রায় দিয়েছে একটি আদালত।
বুধবার যুগ্ম দায়রা জজ ২ আদালতে বিচারক শিমুল কুমার বিশ্বাস আলাদা আলাদা রায়ে এ আদেশ দিয়েছেন।
এরমধ্যে চেক ডিজ অনারের ১২ মামলার মধ্যে ৬ মামলায় ৬ আসামিকে সাজা ও অপর ৬ মামলার ৬ আসামিকে খালাস দেয়া হয়েছে। চোরাচালান দমন আইনে ৪ মামলায় ৪ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। মাদকের ২ মামলায় ২ জনকে সাজা দেয়া হয়েছে। এছাড়া একই আদালত আরও ৮ মামলায় ৯ জনকে সাজা দিয়ে বিভিন্ন শর্তে প্রবেশনে মুক্তি দিয়েছে।
সরকার পক্ষে মামলাগুলো পরিচালনা করেছেন সংশ্লিষ্ট আদালতের এপিপি অ্যাডভোকেট লতিফা ইয়াসমিন ও অ্যাডভোকেট ভীম সেন দাস।
সাজাপ্রাপ্ত আসামিদের মধ্যে মাদকের দুই মামলার আসামিরা হলো, যশোর সদরের মুড়লীর মৃত জানু মাস্টারের ছেলে জাহাঙ্গীর হোসেন ডাবলু ও ঝিকরগাছার মোবারকপুর গ্রামের মৃত শাহাদৎ হোসেনের ছেলে বাবু। এদের প্রত্যেকে ২ বছর করে সশ্রম কারাদন্ড ও ১ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ১ মাসের সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত।
চোরাচালান দমন আইনের মামলায় ঝিনাইদাহের ছোট কামারকুন্ডু গ্রামের পান্না মিয়ার ছেলে সাগর, যশোর শহরের রেলগেট এলাকার আব্দুর রহিমের ছেলে রায়হান, বেনাপোল গাতিপাড়া গ্রামের মহিম আলীর ছেলে আরশাদ আলীকে কারাদন্ড দিয়েছে আদালত। তাদের প্রত্যেকে ২ বছর করে সশ্রম কারাদন্ড ও ১ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ১ মাসের সশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।
এছাড়া যশোর সদরের ভেকুটিয়া গ্রামের সফিয়ার রহমানের ছেলে লিটনকে ১ বছর বিনাশ্রম কারাদন্ড, ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। সকল সাজাপ্রাপ্ত আসামি পলাতক রয়েছেন।
আরও মাদকের ৮মামলায় সাজা দিয়ে বিভিন্ন শর্তে উপস্থিত ৯ আসামিকে প্রবেশনে মুক্তি দিয়েছে আদালত। এ ছাড়া চেক ডিজঅনারের ১২ মামলার মধ্যে ৬ মামলায় ৬ জনকে কারাদন্ড ও চেকে উল্লেখিত টাকা জরিমানা করা হয়েছে।