ধূমকেতু প্রতিবেদক, বগুড়া : বগুড়ার আদমদীঘির সান্তাহারে নওগাঁর তাঁত বস্ত্র ও ক্ষুদ্র কুটির শিল্প মেলার অবৈধ লটারি বিক্রির দায়ে চার ব্যক্তিকে জেল জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৫ জুন) রাত ৮ টায় উপজেলার সান্তাহার পৌর শহরের পূর্বাশা সিনেমা হল চত্বরে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শ্রাবণী রায়। এসময় উপস্থিত ছিলেন সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক রকিব হোসেন।
জানা যায়, পার্শ্ববর্তী নওগাঁ জেলায় তাঁত বস্ত্র ও ক্ষুদ্র কুটির শিল্প মেলায় লটারির নামে চলছে অবৈধ জুয়া। তারই ধারাবাহিকতায় আদমদীঘি উপজেলার বিভিন্ন জায়গায় গাড়ি করে অবৈধ এই লটারি টিকিট বিক্রি করছিলো। এমন সংবাদের ভিত্তিতে উপজেলার সান্তাহার পৌর শহরের পূর্বাশা সিনেমা হল চত্বরে লটারি টিকিট বিক্রির সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। অভিযানে চার ব্যক্তিকে জেল জরিমানাসহ গাড়ি ও লটারির টিকিট জব্দ করা হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন, নওগাঁর শোলগাছীর তসলিম উদ্দিনের ছেলে সিদ্দিক হোসেন (২৮) ৫ দিনের জেল ও ১শত টাকা জরিমানা, খলায়জরি এলাকার মৃত শাহিন হোসনের ছেলে শাহজাহান আলী (২৪) ৭ দিনের জেল ও ১শত টাকা জরিমানা, জয়পুরহাটের ভাতছার আব্দুর রশিদের ছেলে সোহেল হোসেন (৩১) ৭ দিনের জেল ও ১শত টাকা জরিমানা এবং বগুড়ার আদমদীঘির দূর্গাপুর গ্রামের খোকনের ছেলে জাহিদুল (৩৩) ২ দিনের জেল ও ১শত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার শ্রাবণী রায় জানান, এ অভিযান অব্যাহত থাকবে। এরপর কেউ অবৈধ এই লটারি টিকিট বিক্রি করলে এর থেকে কঠিন শান্তি দেওয়া হবে।