ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জের বিভিন্ন ইউনিয়নে এ বছর সরিষার ব্যাপক চাষাবাদ হয়েছে। উপজেলার চারদিকে কৃষকের মাঠে মাঠে সরিষার ফুল বাতাসে দুলছে। যার কারণে প্রাকৃতিক এক সৌন্দর্যের সৃষ্টি হয়েছে সরিষার মাঠ।
উপজেলার বেশ কয়েকজন কৃষক জানান, উপজেলা কৃষিকর্মকর্তাদের পরামর্শক্রমে সঠিক সময়ে সরিষার বিজ বপন করার কারণে ভাল ফলনের আশাবাদ ব্যাক্ত করেন। তাছাড়া প্রাকৃতিক কোনো দূর্যোগ না হলে এবার সরিষার ভালো ফলনের সম্ভাবনা রয়েছে। প্রতি বছর উপজেলার কৃষকেরা সরিষার আবাদ করে ব্যাপক লাভবান হওয়া যায়।
নলকা ইউনিয়নের এরান্দহ গ্রামের বেশ কয়েকজন কৃষক বলেন, অল্প খরচে এবং কম পরিশ্রমে সরিষা চাষ করে ভালো লাভবান হওয়া যায়। আবহাওয়া ভালো থাকলে আর কিছুদিন পরেই সরিষা ঘরে তোলা সম্ভব বলে মনে করছেন উপজেলার কৃষকেরা।