ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জে গতবারের মতো এবারও মনের সুখে বোরো ধানের চাষাবাদ শুরু করেছেন উপজেলার কৃষকেরা।
এমনিতে গত কয়েকদিন ধরে বইছে শোত্যপ্রবাহ। তাতে কি হয়েছে, তাই বলে কি হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে? সবকিছু উপেখ্যা করে হাড়কাপানো শীতের সকালে কুয়াশার চাদর আর কনকনে হিমশীতল হাওয়া চারিদিকে বীজতলায় চারা উঠানো সহ বোরো চাষে ব্যস্ত সময় পার করছেন উপজেলার কৃষকেরা। সেই সাথে কৃষানীদেরও বেড়েছে ব্যস্ততা।
শীতের ঠান্ডাকে উপেক্ষা করে জমি প্রস্তুত, মোটর বা শ্যালো ইঞ্জিন দ্বারা পানি সেচ, হাল চাষ এবং বীজতলা থেকে চাড়া তুলে জমিতে রোপণ নিয়েই দিনভর ব্যস্ত সময় পার করছেন চাষীরা। ধানের দাম বেশি থাকায়, গতবারের মতোই বোরো চাষে কমড় বেধে নেমেছেন রায়গঞ্জ উপজেলার কৃষকেরা। শ্রমিকেরা ধান রোপণের জন্য দিন হাজিরা বাবদ ৪০০ থেকে ৫০০ শত টাকা পর্যন্ত চুক্তিতে ধান রোপন করছেন।
শ্রমিকরা জানান, প্রচন্ড ঠান্ডার কারণে সকাল সকাল কাজে আসতে একটু বিলম্ব হচ্ছে।
স্থানীয় ও উপজেলা কৃষিকর্মকর্তাদের বিভিন্ন প্রশিক্ষন, উঠান বৈঠক ও মাঠপর্যায়ে পরামর্শ দেওয়া সহ সার্বিক সহযোগিতাও পাচ্ছেন বলে জানান উপজেলার কৃষকেরা।