ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় বায়োচার ব্যবহারকারী কৃষকদের নিয়ে বেসরকারি সংস্থা সিসিডিবির বায়োচার প্রকল্পের ফলোআপ ডকুমেন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার কুসুম্বা ইউনিয়নের হাজী গোবিন্দপুর মাঠে সংস্থার বায়োচার প্রকল্প এ মাঠ দিবসের আয়োজন করে।
অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নওগাঁর উপপরিচালক কৃষিবিদ সামছুল ওয়াদুদ, উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন, উপসহকারী কৃষি কর্মকর্তা মোজাফফর হোসেন, বায়োচার প্রকল্পের টেকনিক্যাল অফিসার কৃষ্ণ কুমার সিংহ, মার্কেটিং অফিসার নির্মল টুডু, মার্কেটিং সহকারী স্টিফান হেমব্রম প্রমূখ উপস্থিত ছিলেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নওগাঁর উপপরিচালক কৃষিবিদ সামছুল ওয়াদুদ বলেন, বায়োচার ব্যবহারে মাটির গুণাগুন বৃদ্ধি ও পানি ধারণ ক্ষমতা বাড়ে। ফসলের উৎপাদন বৃদ্ধি পায়।
কৃষি দপ্তরের এই কর্মকর্তা আরও বলেন, বায়োচার ব্যবহারে এরই মধ্যে সুফল পেতে শুরু করেছেন উপজেলার কুসুম্বা ইউনিয়নের কয়েকটি গ্রামের কৃষক।