ধূমকেতু প্রতিবেদক, মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় দিন দিন বাড়ছে গমের আবাদ। উপজেরার কৃষকেরা আমন ধান কাটার পর নভেম্বরের শেষ দিকে ডিসেম্বরের শুরুতে গমের আবাদ শুরু করেছিলেন কৃষকেরা।
আবহাওয়া অনূকুলে থাকায় গমের ফলন বেশ ভাল হয়েছে বলে জানান, উপজেলার গ্রামপাঙ্গাসী দক্ষিণ পাড়া গ্রামের ঈমাণ আলী। আর কিছুদিন পরেই শুরু করা হবে গম কাটা-মাড়াইয়ের কাজ। এছাড়াও গমের আবাদে খরচ কম হওয়ায় এবং ভালো দাম পেলে লাববান হবে বলে মনে করছেন উপজেলার কৃষকেরা।
তাছাড়া উপজেলার আরেক কৃষক বলেন, আমাদের উপজেলা কৃষি কর্মকর্তাসহ স্থানীয় কৃষি কর্মকর্তারা প্রতিনিয়ত এলাকাভিত্তিক মাঠ পরিদর্শন, মাঠ দিবস সহ কৃষক সমাবেশ করে চাষিদের সঠিক পরামর্শ দেওয়ায় এবং আবহাওয়া অনূকুলে থাকায় এবার গমের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন উপজেলার অধিকাংশ কৃষক।