ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জের বাগানগুলো সহ উপজেলার বিভিন্ন বাসা-বাড়ির আঙ্গিনায় অবস্থিত গাছে গাছে ভরে গেছে আমের মুকুল।
আমের বাগানের মালিক ও বাসা-বাড়ির আঙ্গিনায় লাগানো আমের বাম্পার ফলনের স্বপ্ন দেখছেন তারা। উপজেলার বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে মনোমুগ্ধকর আমের মুকুল।
আম চাষীরা এখন আম গাছের পরিচর্যায় ব্যস্ত। উপজেলার ধামাইনগর, সোনাখাড়া, ধূপিল, ঘুরকা, চান্দাইকোনা, ধানগড়া, নলকা, পাঙ্গাসী, ভ্রম্যগাছাসহ উপজেলার আমবাগানগুলোতে গাছে গাছে শোভা পাচ্ছে আমের মুকুল।
উপজেলার শ্রীদাসগাঁতী গ্রামের রহমত আলী বলেন, আমার বাড়ির আঙ্গিনায় বেশ কয়েকটি আমের গাছে প্রচুর মুকুল এসেছে। ইতিমধ্যেই দেখা যাচ্ছে আমের গুটি, এতে আমি ভিশন খুশী।
এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার শহিদুল ইসলাম বলেন, কৃষকদের সার্ভক্ষনিক পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে। আবহাওয়া অনূকুলে থাকলে এবার আমের বাম্পার ফলন হবে বলে তিনি জানান।