ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ৮ নং পাঙ্গাশী ইউনিয়নের চর ন্যান্না নদীর ধারে ১৬ বিঘা জমিতে মোন্নাফ সরকার নামের এক কৃষক তরমুজ চাষ শুরু করেছেন।
সোমবার (২৮ মার্চ) সরেজমিনে গিয়ে দেখা যায়, গত ৪৫ দিন ধরে তরমুজের চারা রোপণ করার পর বতর্মানে ফুল ও ফল আসার সময় প্রচন্ড খরা ও সময় মতো বৃষ্টি না হওয়ার কারণে হাজার হাজার তরমুজ চারা পুড়ে ও মরে যাচ্ছে। এ চারাতে সেচ এবং কিটনাষক দিয়েও কাজে আসছে না।
কৃষক মোন্নাফ সরকার বলেন, আমি এখানে অনেক শ্রমদিয়েও পরিবেশ আনূকুলে আনতে পারছি না। যদি আমার এই রোপণ কৃত তরমুজের বাগানটি কোন কারণ বসত নষ্ট হয়ে যায় তাহলে আমার প্রায় ৫ লাখ টাকা লোকশান হয়ে যাবে। যার কারণে আমাকে একদম পথে বসতে হবে, বিধায় এই মূহরতে আমি দিশেহারা হয়ে পড়েছি। কি করলে আমার রোপণ কৃত তরমুজ গাছগুলোকে রক্ষা করতে পারি? আমি উপজেলা কৃষি কর্মকর্তাদের সার্বিক সহযোগিতা কামনা করছি।
এ ব্যাপারে রায়গঞ্জ উপজেলা কৃষি অফিসার শহিদুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা সব সময় কৃষকদের পরামর্শ ও সার্বিক সহযোগিতা করছি। তিনি আমাদের সাথে যোগাযোগ করলে অবশ্যই তাকে সার্বিক সহযোগিতা দেওয়া হবে।