ধূমকেতু প্রতিবেদক, আবু হাসাদ, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়ায় চলতি বছর স্থানীয় চাষিদের সঠিক তদারকি করায় আম বাগান গুলোতে ব্যাপক হারে কুঁড়ি এসেছে। তারা আশা করছেন অনুকুল আবহাওয়া বিরাজ করলে গত বছরের চেয়ে এ বছর আমের বাম্পার ফলন হবে।
পুঠিয়া বানেশ্বরের এলাকার আমচাষি মকবুল হোসেন বলেন, আমার নিজের আমের বাগান আছে এর সাথে আমি বেশ কয়েকটি বাগান ইজারা নিয়েছি গতবছর আম ভাঙ্গার পরে কৃষি কর্মকর্তার থেকে পরামর্শ নিয়ে গাছের পরিচর্যা শুরু করি তাতে দেখা গেছে আমার প্রত্যেকটি বাগানে এবার খুব ভালো আমের গুটি আছে।
ভালুকগাছি এলাকার আফসার হোসেন বলেন, গতবারের তুলনায় এবারে খুব ভালো আমের মুকুল ছিলো । বেশিভাগ মুকুল থেকে আমের গুটি এসেছে। এবারে এখন পর্যন্ত আমি কোন প্রকার রোগ বালাই না থাকায় আশা করা যায় আমের বাম্পার ফলন হবে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, পুঠিয়া উপজেলায় নতুন ও পুরাতন মিলে প্রায় সাড়ে ১০শ’ হেক্টোর জমিতে আম বাগান রয়েছে। যা গত বছরের তুলনায় প্রায় ২২ হেক্টোর বেশী জমি। বৈরি আবহাওয়ার কারণে গত মৌসুমে এই এলাকায় আমের উৎপাদন লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছিল সাড়ে ৫ হাজার মে. টন। এবং উৎপাদন হয়েছে প্রায় সাড়ে ৪ হাজার মে. টন আম। তবে এ বছর বেশীর ভাগ বাগান গুলোতে আমের মুকুল এসেছে। অনুকুল আবহাওয়া বিরাজ করলে প্রায় ৭ হাজার মে. টন আম উৎপাদন সম্ভব।
উপজেলা বিভিন্ন আম বাগান ঘুরে দেখা গেছে, বিগত বছরের তুলনায় এ বছর আমের রেকর্ড পরিমান কুড়ি এসেছে। এর মধ্যে লখনা, আম্রপলি, খেসাপাত ও ল্যাংড়া জাতীয় আমের কুড়ি বেশী দেখা যাচ্ছে। এছাড়া ফজলি, আশ্বনী, গোপালভোগ, দুধস্বর, কালুয়াসহ বিভিন্ন প্রজাতি আম গাছ জুড়েও রয়েছে অনেক কুঁড়ি।
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা শামসুনাহার ভূঁইয়া বলেন, বর্তমানে চাষিরা অনেক বেশি সচেতন তারা সবসময় আমাদের মাঠ পর্যায়ে যারা কাজ করে তাদের থেকে পরামর্শ নেন এবং আম ভাঙ্গার পর থেকেই পুনরায় ভালোভাবে বাগান পরিচর্যা করেন । আবহাওয়া অনুকুলে বিরাজ করায় গতবছরের থেকে এবার আমের অনেক বাম্পার ফলন আশা করা যায়।