ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে চলছে ধান কাটা, মাড়াই, সিদ্ধ করাসহ শুকানোর কাজ। ধানে ভাল ফলন পেলেও মুখে হাসি নেই উপজেলার কৃষকদের। একদিকে শ্রমিক সংকট অন্যদিকে বৃষ্টি। তাছাড়া একমণ ধানে মিলছে একজন শ্রমিক।
প্রথম দিকে ৫০০ থেকে ৬০০ টাকায় শ্রমিক পাওয়া গেলেও এখন ৯০০ থেকে ১০০০ টাকাও মিলছে না ধান কাটা শ্রমিক। বিগত কয়েক বছর আগে পাশের জেলা সদর আলমপুর বাজারে ধান কাটা শ্রমিক পাওয়া গেলেও অজ্ঞাত কারণে এবার বেশি দাম ও দুপুরে খাবার দিয়েও মিলছে না আশানুরুপ শ্রমিক।
এদিকে প্রতিদিনও প্রায় কমবেশি বৃষ্টি হচ্ছে। ফলে মড়ার ওপর খাঁড়ার ঘা হিসেবে দেখা দিয়েছে।
উপজেলার শ্রীদাসগাতী গ্রামের রহমত আলী জানান, ধান কাটা শ্রমিক না পেয়ে দিশেহারা হয়ে পাসের বাড়ির ভ্যান-চালক আব্দুল মমিন, ইউসুফ আলীকে দিয়েই কাজ করে নিচ্ছি।
উপজেলা ঘুরে কৃষকদের সাথে কথা বলে জানা যায়, আবহাওয়া ভাল থাকলে চলতি বোরো ধান সম্পূর্ণ কাটা-মাড়াই ও ঘরে তুলতে এখনো প্রায় ২ থেকে ৩ সপ্তাহ সময় লাগবে। এর মূল কারন হচ্ছে বৈরি আবহাওয়া ও শ্রমিক সংকট। তবে উপজেলা কৃষি কর্মকর্তাদের সারবিক সহযোগিতায় ভূর্তুকির মাধ্যমে সরকারি ভাবে বিক্রি করা কম্বাইন্ড হারভেস্টার মেশিন দিয়ে ধান কেটে উপকৃত হচ্ছেন বলে জানান উপজেলার বেশ কয়েকজন কৃষক।