ধূমকেতু প্রতিবেদক, বেলকুচি : সিরাজগঞ্জের বেলকুচিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বেলকুচির আয়োজনে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণের প্রকল্পের আওতায় ৫০ শতাংশ উন্নয়ন সহায়তা (ভর্তুকি) প্রদানের মাধ্যমে ৭ জন কৃষককে পাওয়ায় টিলার চালিত সিডার বিতরণ করা হয়।
রোববার ৫ জুন বিকাল ৫ টায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান।
আরও উপস্থিত ছিলেন, কৃষি কর্মকর্তা কল্যাণ প্রসাদ পাল, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহসহ উপকার ভোগী কৃষকগণ।
প্রতিটি পাওয়ায় টিলার সিডারের মৃল্য ২ লাখ টাকা করে হলেও কৃষকরা তা ১ লাখ টাকার বিনিময়ে পান।
উল্লেখ্য, যে বাকি ১ লাখ টাকা সরকার ভর্তুকি প্রদান করেন। কৃষকরা পাওয়ায় টিলার পেয়ে খুশি প্রকাশ করেন। এতে তারা অতি সহজেই অল্প সময়ের মধ্যেই অনেক বীজ রোপণ করতে পারবেন।