ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বেড়েছে উচ্চ ফলনশীল (উফশী) ধানের আবাদ। সম্প্রতি শেষ হওয়া আমন মৌসুম নিয়ে তৈরি করা উপজেলা কৃষি বিভাগের এক পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।
জানা গেছে, এবার আমন মৌসুমে ১৫ হাজার ৫ শ ১০ হেক্টর জমিতে ধানের আবাদ করা হয়। এরমধ্যে উচ্চ ফলনশীল (উফশী) জাতের ধান আবাদ হয় ১২ হাজার ৬৪০ হেক্টর জমিতে। এরমধ্যে ব্রিধান-৫১ চাষ হয়েছে ৭ হাজার৭শ৪ হেক্টর জমিতে। এছাড়া মোট উফশী ধানের উৎপাদন হয়েছে ৪২ হাজার ৭ শ ৭মেঃ টন ধান। এরমধ্যে ব্রিধান-৫১ উৎপাদন হয়েছে ২৭ হাজার ৪শ৫১মেঃটন।
এদিকে, গত আমন মৌসুমে প্রতি হেক্টরে উফশী ধান উৎপাদন হয়েছে ৩.৩৮মেঃ টন।
কৃষকরা জানায়, উপজেলায় অল্প সময়ে উফশী ধান চাষে বিপ্লবের পেছনে এলাকার কৃতি সন্তান কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কমলা রঞ্জন দাশের ভূমিকা রয়েছে। তিনি প্রনোদনার অংশ হিসেবে এলাকার কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণসহ কৃষক প্রশিক্ষণ ও সচেতনতামূলক সভা-সমাবেশ অব্যাহত রেখে এ ধান চাষে কৃষকদের নানাভাবে উৎসাহিত করছেন। এছাড়া এ ধানের উৎপাদন তুলনামূলক ভাবে বেশী হওয়ায় কৃষকরাও এ ধান চাষে ঝুকে পড়ছেন।
উপজেলা কৃষি বিভাগের মাঠ পর্যায়ে কাজ করা কৃষি কর্মকর্তারা জানান, এলাকায় উফশী ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের সব রকম সহায়তা করা হচ্ছে।