ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ৯ টি ইউনিয়নের বিভিন্ন এলাকার অধিকাংশ কৃষক এই মূগর্তে ব্যস্ত সময় পার করছেন বোরো চাষাবাদের জন্য শ্যালো মেশিনের জন্য ড্রেন সংস্কারে। উপজেলা ঘুরে দেখা যায়, মাঠের পর মাঠের শত শত বিঘা জমিতে পানি সেচের জন্য সংস্কার করা হচ্ছে শ্যালো মেশিনের ড্রেন।
মাঠে মাঠে চলছে জমির হালচাষ, শ্যালো মেশিন রাখার জন্য ঘর তৈরি, ড্রেন সংস্কার। এমনকি চাষাবাদের জন্য বছর ভিত্তিক চুক্তি করে নেওয়া হচ্ছে মানুষ। এদিকে বোরো চাষাবাদের জন্য যে যার মতো করে ইতিমধ্যেই লাগানো হয়েছে ধানের চারাও।
এদিকে উপজেলার গ্রামপাঙ্গাসী চাঁনপাড়া গ্রামের কৃষক আলী মুদ্দিন বলেন, উপজেলা কৃষি কর্মকর্তাদের সহযোগিতায় ও তাদের মরামর্শক্রমে আমরা প্রতি বছরই সময় মতো বোরোর চাষাবাদ করে থাকি। এবারও তার কোনো ব্যতিক্রম হয়নি। বলা চলে এক রকম প্রতিযোগিতা মূলক ভাবেই যে যার মতো করে বোরো চাষাবাদের জন্য শ্যালো মেশিনের ড্রেন সংস্কার করা হচ্ছে।
তিনি আরও বলেন, যে যতো আগে ড্রেন সংস্কার করবে সে ততো বেশি জমির ভাগ বেশি পাবে সে আশায় আগাম ড্রেন সংস্কারের জন্য কোমর বেঁধে নেমেছেন উপজেলার অধিকাংশ কৃষক।