ধূমকেতু নিউজ ডেস্ক : শ্রীলংকা সফর নিশ্চিত না হওয়া পর্যন্ত বাংলাদেশ নিজেদের কার্যক্রম এগিয়ে রাখছে।
এজন্যই তিনদিন অনুশীলন বন্ধ রাখা হয়েছে। শ্রীলংকা সফরের জন্য ২৭ ক্রিকেটারের জন্য জিও (সরকারি অনুমতিপত্র) নেয়া হয়েছে।
২৭ ক্রিকেটার, কোচ ও সাপোর্ট স্টাফদের আজ করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হবে।
আগেই সিদ্ধান্ত ছিল যারা করোনা নেগেটিভ হবেন তারাই শুধু শ্রীলংকা সফরের ক্যাম্পের জন্য হোটেলে উঠবেন। এখনও সেই পরিকল্পনাই রয়েছে।
তবে সফর যদি না হয়, তাহলে সবাই অবার অনুশীলন শুরু করবেন। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নিশ্চিত করেছেন ক্রিকেটারদের করোনা পরীক্ষার কথা।
তিনি বলেন, ‘সবকিছু প্রস্তুত রাখার অংশ হিসেবেই ক্রিকেটারদের করোনা পরীক্ষা হচ্ছে।’ তবে শ্রীলংকা যদি সিদ্ধান্ত নিতে সময় নেয়, তাহলে কিছুটা সমস্যায় পড়ে যাবে বিসিবি।
করোনা পরীক্ষার পর যদি ক্রিকেটাররা আবার বাসায় থাকেন, তাহলেও খুব একটা লাভ হবে না এ পরীক্ষা করে।
পূর্বঘোষিত সূচি অনুযায়ী ২০ সেপ্টেম্বর থেকে শ্রীলংকাগামী জাতীয় দলের হোটেলে উঠার কথা।
২১ সেপ্টেম্বর থেকে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন ক্যাম্প শুরু হওয়ার কথা রয়েছে। ২৪ সেপ্টেম্বর ক্রিকেটারদের আরেক দফা করোনা পরীক্ষার পরিকল্পনা। তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ দলের শ্রীলংকা যাওয়ার কথা রয়েছে ২৭ সেপ্টেম্বর।
আজহার ক্লাব চ্যাম্পিয়ন
অনলাইন জাতীয় ক্লাব ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে কিশোরগঞ্জের আজহার ভারোত্তোলন ক্লাব। তারা ছয়টি স্বর্ণ ও দুটি রুপা জেতে।
চারটি স্বর্ণ, তিনটি রুপা ও দুটি ব্রোঞ্জপদক জিতে রানার্সআপ হয় গাজীপুরের এরশাদনগর ভারোত্তোলন ক্লাব। তিনটি স্বর্ণ, একটি রুপা ও দুটি ব্রোঞ্জপদক জিতে তৃতীয় হয় রাজশাহীর শহীদ এএইচ কামরুজ্জামান। প্রত্যেকটি ক্লাব নিজেদের জিমনেশিয়াম থেকে ভিডিও করে প্রতিযোগিতার পারফরম্যান্স ঢাকায় পাঠায়। বিচারকরা ভিডিও দেখে নম্বর দেন।