ধূমকেতু নিউজ ডেস্ক : আগামী অক্টোবরে হতে যাওয়া বিশ্বকাপ বাছাইয়ের পর্বের দুই ম্যাচের জন্য ৩০ সদস্যের স্কোয়াডে রাখা হয়নি ফর্মের তুঙ্গে থাকা অ্যাটাকিং মিডফিল্ডার অ্যাঞ্জেলো ডি মারিয়াকে।
কী কারণে তাকে বাদ দেয়া হয়েছে সে প্রশ্নে কোচ স্কালোনি মুখ না খুললেও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সূত্র জানিয়েছে, বয়স বেশি হওয়ার কারণেই নাকি রাখা হয়নি ডি মারিয়াকে। ভবিষ্যত পরিকল্পনার জন্য নতুন তারকাদের সুযোগ দিতে চাইছে আর্জেন্টিনা।
দলে সুযোগ না হওয়ার এমন কারণ জানার পর হতভম্ব হয়েছেন ডি মারিয়া। রীতিমতো ক্ষোভে ফুঁসছেন তিনি।
আর সেটাই স্বাভাবিক। কারণ বিশ্বকাপ বাছাইয়ের পর্বের স্কোয়াডে বয়সে তার চেয়ে বড় লিওনেল মেসিকে রাখা হয়েছে।
ক্লস কন্টিনেন্টালকে দেয়া সাক্ষাৎকারে ডি মারিয়া বলেছেন, ‘যদি বিষয়টা বয়সের হয়ে থাকে এবং দল নতুন একটা প্রজন্মকে সুযোগ দিতে চায়; তাহলে লিওনেল মেসি, সার্জিও আগুয়েরো, নিকোলাস ওটামেন্ডিকেও বাদ দেয়া উচিৎ। তাদের সবার বয়স ৩০ এর বেশি। শুধু আমার বেলায় এই নিয়ম দেখানো হচ্ছে কেন?।’
অবশ্য বয়সের ওপর ভিত্তি করে দল গঠন করার পক্ষেও নন ডি মারিয়া। তার মতে, বয়স নয়; ফর্মকে আগে মূল্যায়ন করা উচিত।
এ বিষয়ে পিএসজি তারকার যুক্তি, ‘আমার বয়স ৩২ কিন্তু আমি এখনও আগের মতোই খেলছি। আমি এখনও দেখাতে পারব যে, প্রতি ম্যাচে নেইমার ও এমবাপ্পের সমপর্যায়েই থাকে আমার পারফরম্যান্স।’
যারা বয়সকে শুধু সংখ্যা বানিয়ে পারফর্ম করে যান তাদেরকে দলে রাখা উচিত বলেই মনে করেন ডি মারিয়া।