ধূমকেতু নিউজ ডেস্ক : আইপিএল ইতিহাসের অন্যতম সফল দল, তিনবারের চ্যাম্পিয়ন। কিন্তু এবার নিজেদের নামের প্রতি একেবারেই সুবিচার করতে পারছে না চেন্নাই সুপার কিংস (সিএসকে)। ৬ ম্যাচের মধ্যে ৪টিতেই হেরে প্লে-অফের পথ থেকে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে মহেন্দ্র সিং ধোনির দল।
সর্বশেষ কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে হাতের মুঠোয় থাকা ম্যাচ হেরেছে। ১৬৮ রানের লক্ষ্যও তাড়া করতে পারেনি ব্যাটসম্যানদের অমার্জনীয় ভুলের কারণে। ধীরগতির ব্যাটিংকে যেন অভ্যাস বানিয়ে ফেলেছেন চেন্নাইয়ের ব্যাটসম্যানরা।
খেলোয়াড়ি জীবনে মারকুটে ব্যাটিংয়ের জন্য প্রসিদ্ধ বীরেন্দ্রর শেবাগ চেন্নাই ব্যাটসম্যানদের এমন কাণ্ড-কারখানা দেখে রাগ আর ধরে রাখতে পারছেন না। রীতিমত ধুয়ে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি, রবীন্দ্র জাদেজা, কেদর যাদবদের।
‘ক্রিকবাজ’কে দেয়া এক সাক্ষাৎকারে শেবাগ বলেন, ‘(চেন্নাইয়ের) এটা তাড়া করতে পারা উচিত ছিল। কিন্তু কেদর যাদব আর রবীন্দ্র জাদেজা যেভাবে ডট বল খেললেন, তাতে দলের উপকার হওয়ার কথা না। আমার মনে হয়, চেন্নাই সুপার কিংসের কয়েকজন ব্যাটসম্যান সিএসকে ফ্র্যাঞ্চাইজিকে সরকারি চাকরি মনে করে। আপনি পারফর্ম করেন আর না করেন, তারা জানে বেতন ঠিকই পেয়ে যাবে।’
চেন্নাইয়ের রান তাড়ায় সবচেয়ে বড় ব্যর্থতার পরিচয় দিয়েছেন কেদর যাদব। তিনি যখন ক্রিজে আসেন ২১ বলে ৩৯ রান দরকার ছিল দলের। এমন পরিস্থিতিতে ১২ বলে মাত্র ৭ রান করে কেদর।
ঠোঁটকাটা স্বভাবের শেবাগ ব্যঙ্গ করে বললেন, কেদর যাদব যেমন খেলেছেন তাতে তাকেই ‘ম্যান অব দ্য ম্যাচ’ পুরস্কার দেয়া দরকার ছিল। চেন্নাইয়ের এই ব্যাটসম্যানকে দলের ‘অকাজের অলঙ্কার’ আখ্যা দিয়েছেন ভারতের সাবেক ওপেনার।