ধূমকেতু নিউজ ডেস্ক : দেশে সবশেষ ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৩১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৩৯৪ জনে।
সোমবার (৩১ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একই সময়ে নতুন করে আরও ১৩ হাজার ৫০১ জন কোভিড রোগী শনাক্ত হয়েছেন।
নতুনদের নিয়ে দেশে রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ লাখ ৯৮ হাজার ৮৩৩ জনে।
সবশেষ ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয় ৪৫ হাজার ৩৫৮ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৯ দশমিক ৭৭ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৫৬৮ জন। দেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর থেকে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৬৮ হাজার ২১৩ জন।
এর আগে রোববার (৩০ জানুয়ারি) কোভিডে মারা গেছেন ৩৪ জন। এদিন ভাইরাসটিতে আক্রান্ত শনাক্ত ১২ হাজার ১৮৩ জন।