ধূমকেতু নিউজ ডেস্ক : আসন্ন শীতে করোনার ব্যাপক সংক্রমণ প্রতিরোধে জনগণকে মাস্ক পরিধানসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলতে নির্দেশনা দিয়েছে সরকার।
বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের এক নির্দেশিকায় মন্ত্রণালয়, বিভাগ, দফতর, সংস্থা, প্রতিষ্ঠান ও মাঠপর্যায়ে সবাইকে মাস্ক পরাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি প্রতিপালনের জন্য নির্দেশ দেয়া হয়।
এতে বলা হয়, শীতে দেশে কোভিড-১৯ সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে। এ পরিপ্রেক্ষিতে সব মন্ত্রণালয়, বিভাগ, দফতর, সংস্থা, প্রতিষ্ঠান এবং মাঠপর্যায়ে সব দফতরে ‘মাস্ক ব্যবহার ব্যতীত প্রবেশ নিষেধ’ ‘মাস্ক পরিধান করুন, সেবা নিন’ ইত্যাদি বার্তা ব্যাপকভাবে প্রচারের জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেয়া হয়েছে।
গত সপ্তাহেই মাস্ক ছাড়া কোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে সেবা না দেয়ার নির্দেশ দিয়েছিল সরকার।