ধূমকেতু নিউজ ডেস্ক : রাজপ্রাসাদ বা জমিদার বাড়ি যাকে ঘিরে মানুষের মধ্যে সব সময়ই তৈরি হয় নানান কৌতুহল। সময়ের বিবর্তনে সে সব প্রাসাদ গুলো এখন হয়ে উঠেছে দর্শনীয় স্থান। প্রতিটা মানুষের হৃদয়ে বাসনা থাকে সুন্দর একটি বাড়ি থাকবে তার। যেখানে তিনি তার প্রিয় মানুষ গুলোকে নিয়ে অত্যন্ত সুখে বসবাস করবেন। হয়তে সে কারণেই এসব বাড়ি গুলো মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে।
বিভিন্ন রাজপ্রাসাদ বা ঐতিহাসিক স্থাপনা ভ্রমণের মাধ্যমে আমরা একটি জাতি বা সম্প্রদায়ের অতীত সম্পর্কে ধারণা পাওয়া থেকে তাদের বিকশিত হওয়ার পর্যায়গুলো সম্পর্কে জানতে পারি। এক কথায় বলা যেতে পারে এসব স্থাপনা পরিদর্শন করা শিক্ষা লাভের একটি অনন্য অংশ হতে পারে।
পুরনো সেসব স্থাপনা পরিভ্রমণের দ্বারা প্রত্যেকের মনেই নস্টালজিয়া কাজ করে। পুরনো স্মৃতি সামনে ভেসে উঠে বর্তমানটা হয় উপভোগ্যের।
অসাধারণ সৌন্দর্যে ঘেরা এইসব রাজপ্রাসাদগুলোতে শুনতে পাবেন অতীতের প্রতিধ্বনি, অনুভবে জাগ্রত হবে রাজাদের উপস্থিতি, রাজপ্রাসাদগুলো দেখলই মনে হবে স্বর্গ হয়তো এমনটাই হবে! যারা এখনই যেতে পারছেননা তারা শুধু ছবি দেখেই মন জুড়ান। শুধু ছবি দেখলেই কিন্তু আপনার হৃদয়-মন জুড়িয়ে যাবে। তাই দেখার সুযোগ মিস করবেন না অবশ্যই!
আবার অনেকেই কোন ধরণের গভীর অনুসন্ধান বা স্টাডি করার জন্য বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। যার ফলে ঐসব স্থাপনা গুলোর কারুকার্য সম্পর্কে সুন্দুর একটি ধারণা পাওয়া সম্ভব হয়।
সেন্ট পিটার্সবার্গ, রাশিয়া: সেন্ট পিটার্সবার্গের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ও বিখ্যাত স্থাপনা হচ্ছে এটি। অনেকগুলো বাগান, ঝর্ণা ও পুকুর সমারহে এ অসাধারণ রাজপ্রাসাদটি। অনেক সময় এটিকে রাশিয়ার ভার্সেই বলা হয়। ধারণা করা হয় সম্রাট পিটার দ্যা গ্রেট ভার্সেই থেকে অনুপ্রেরণা পেয়ে এই প্রাসাদটি তৈরি করেন। রাজপ্রাসাদটির ‘পার্টারগফ’-এর অনুবাদ করলে দাড়ায় ‘পিটারের দরবার’।
রোকা দেলা গুয়েইতা, সান মারিনো, ইতালি: ১১ শতকে নির্মিত তিনটি টাওয়ার বিশিষ্ট এই রাজপ্রাসাদটি থেকে ইতালির সান মারিনোর পুরোটি দেখা যায়। যদিও বিভিন্ন সময়ে বিভিন্ন পরিবর্তন আনা হয় স্থাপনাটিতে। একটি ওয়াচ টাওয়ার এবং বেল টাওয়ারও রয়েছে এখানে। আরও রয়েছে সেন্ট বারবারা চ্যাপেল ও একটি দুর্গ। যেটি বন্দিশালা হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল।
এইলিয়ান ডোনান: দর্শনীয় স্থানগুলোর মধ্যে ছবি তোলার দিক থেকে প্রথম স্কটল্যান্ডের এই স্থাপনাটি। এটি দেশটির উত্তর-পশ্চিম উপকূলে একটি দ্বীপের মধ্যে তৈরি করা হয়। আকর্ষণীয় এ রাজপ্রাসাদটিতে ঘুরতে বেড়াতে চাইলে পর্যটকদের গুনতে হবে ৬.৫০ ডলার। তাজমহল ন্যায় এই রাজপ্রাসাদটিও বিভিন্ন আবহাওয়ায় ভিন্ন ভিন্ন রূপ ধারণ করে । সূর্যের আলোতে একরকম তো ঝড়ের সময় অন্য রূপ আবার বরফ গলা শীতে পাল্টে যায় । ১৭১৯ থেকে শুরু করে ২০০ বছরের মত এটি পরিত্যক্ত অবস্থায় ছিল। জেকোবাইট বিদ্রোহের পর রাজপ্রাসাদ অনেকটা ক্ষয়ক্ষতির সম্মুখীন হলেও ১৯১১ সালে আবার পুরোনো অবস্থায় ফিরিয়ে নেয়ার কাজ শুরু হয়।
নুশোয়ানসেই প্রাসাদ, বেভারিয়া, জার্মানি: এটি জার্মানির বেভারিয়া অঞ্চলের শোয়াংগুতে অবস্থিত। প্রতি বছর প্রায় এক মিলিয়নেরও বেশি লোক এখানে ভ্রমন করতে আসেন । ডিজনীল্যান্ডের ‘স্লিপিং বিউটি রাজপ্রাসাদ’টি তৈরির ক্ষেত্রে এর অনুকরণ করা হয়েছে। ১৮৮৬ সালে রাজা লুডউইগের মৃত্যুর পর পর্যটকদের জন্য খুলে দেয়া হয় রাজপ্রাসাদটি । ডিজনীল্যান্ডের ‘স্লিপিং বিউটি রাজপ্রাসাদ’টি তৈরির ক্ষেত্রে এর অনুকরণ করা হয়েছে।
হিমেজি প্রাসাদ, জাপান: জাপানী পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু এবং জাপানের সবথেকে বড় প্রাসাদ এটি । ‘হাকারু জো’ নামে এটিকে অভিহিত করা হয় যার অর্থ দাড়ায় ‘সাদা বকের প্রাসাদ’। সম্রাট আকামাতসু নরিমুরা ১৩৩৩ সালে এর নির্মাণ শুরু করেন। ৮৩টি অট্টালিকা নিয়ে এই প্রতিরক্ষা কেল্লাটি তৈরি হয়েছিল। দূর থেকে এই প্রাসাদটির দিকে তাকালে মনে হবে যেন একটা পাখি আকাশে ডানা মেলে রেখেছে।
ভার্সাই প্রাসাদ, প্যারিস, ফ্রান্স: সম্রাট ত্রয়োদশ লুই এটি নির্মাণ কাজ শুরু করার পর তার ছেলে চতুর্দশ লুই এটাকে আরও বড় ও সম্প্রসারিত করেন। দুই হাজার কক্ষবিশিষ্ট এবং তার কয়েকগুণ দরজা-জানালাবিশিষ্ট এ প্রাসাদটির আছে ৬,১২৩ টি পেইন্টিং ও ২,১০২ টি ভাস্কর্য। ফ্রান্সের অসীম ক্ষমতাধর রাজতন্ত্রের প্রতীক হিসেবে এটি এখনো দাড়িয়ে আছে ভার্সেই।