ধূমকেতু নিউজ ডেস্ক : বিএনপি-জামায়াতের কর্মীদের হাত-পা ভেঙে দেওয়ার হুমকি দিয়েছেন কুমিল্লা-৬ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আ ক ম বাহাউদ্দিন বাহার। এ ঘটনায় তাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।
নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান মো. সিরাজ উদ্দিন ইকবাল শোকজ করে বাহারকে চিঠি দিয়ে এ নোটিশ দেন। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) নির্বাচন কমিশন থেকে জানা যায় এ তথ্য।
শোকজের চিঠিতে উল্লেখ করা হয়, আপনি (বাহাউদ্দিন বাহার) ১৮ ডিসেম্বর কুমিল্লা মহানগরের তিন নম্বর ওয়ার্ডের কালিয়াজুরি পিটিআই স্কুল মাঠে উঠান বৈঠক করেন। এ বৈঠকে আপনি বলেছেন, ‘যদি বিএনপি এবং জামায়াতের কোনো কর্মীকে প্রার্থীর পক্ষে পাওয়া যায় তার হাত-ঠ্যাং ভেঙ্গে দেবেন। তার হাত ঠ্যাং ভেঙ্গে দেবেন। আমি বাহাউদ্দিন আপনাদের সঙ্গে আছি।’ এ উস্কানিমূলক বক্তব্য নির্বাচনের সুষ্ঠু, অবাধ ও ভীতিমুক্ত পরিবেশ বিঘ্নিত হওয়ার আশংকা সৃষ্টি হয়েছে। এতে আপনি রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা লঙ্ঘন করেছেন।
বাহারকে উদ্দেশ্য করে চিঠিতে আরও বলা হয়, আপনার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কেন নির্বাচন কমিশনে সুপারিশসহ প্রতিবেদন দেওয়া হবে না, তা ২৪ ডিসেম্বর বেলা ১১টায় নির্বাচনী অনুসন্ধান কমিটিতে স্বয়ং অথবা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে হাজির হয়ে কারণ দর্শানোর জন্য নির্দেশ দেওয়া হলো।