ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি কন্যা শিশুর জন্ম দিয়েছেন এক মানসিক ভারসাম্যহীন মা। শুক্রবার দিবাগত রাতে তিনি এ কন্যা সন্তানের জন্ম দেন।শনিবার পর্যন্ত তার কোন পরিচয় পাওয়া যায়নি৷শনিবার উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলামের দেয়া ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য জানা গেছে।
এ বিষয়ে তার পরিচয় নিশ্চিত হওয়ার জন্য চেষ্টা চলছে বলে তিনি জানান। হাসপাতালের আবাসিক চিকিৎসক ইসমাইল হোসেন লিংকন জানান, শুক্রবার বিকেলে ওই মানসিক ভারসাম্যহীন মহিলা হাসপাতালে ঘোরাঘুরি করার সময় কর্তব্যরত নার্সরা বিষয়টি বুঝতে পেরে তাকে হাসপাতালে ভর্তি করেন। রাতে তিনি স্বাভাবিকভাবেই কন্যা সন্তানের জন্ম দেন। মা ও শিশুটি ভালো রয়েছে বলে তিনি জানান। তিনি আরও জানান, মানসিক ভারসাম্য হওয়ায় প্রায় তিনি সন্তানকে রেখে হাসপাতালে বাইরে চলে যাচ্ছেন। হাসপাতালের মহিলা কর্মচারীদের দিয়ে শিশুটির যত্ন নেওয়া হচ্ছে বলে ওই চিকিৎসক জানান।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আব্দুল হামিদ জানান, উপজেলা সমাজসেবা অধিদপ্তর বিষয়টি দেখছেন। মানসিক ভারসাম্যহীন ওই মহিলার পরিচয় নিশ্চিত হলে আত্মীয়-স্বজনদের হাতে শিশুসহ তাকে তাদের হাতে তুলে দেয়া হবে। অন্যথায় উপজেলা প্রশাসন এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবে।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew